শিরোনাম
◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি ◈ লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ: সন্দেহভাজন হামলাকারীর প্রথম চিত্র প্রকাশ ◈ হাসিনার ন্যায়বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’ ◈ লালকেল্লা বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে সর্বোচ্চ ভারতের সতর্কতা জারি ◈ বিশ্বকাপের নিয়মে একাধিক বদল আনতে চাইছে ফিফা ◈ সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে  ◈ আজ পল্টনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দলের গণসমাবেশ

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৪ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ব‌্যা‌টিং‌য়ের পর বো‌লিং‌য়েও দারুণ পাফরম করায় স্বাগ‌তিক আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে দুর্দান্ত জয় পে‌য়ে‌ছে পা‌কিস্তান দল। বি‌শেষ ক‌রে ফখর জামানের ফিফটির পর আবরার আহমেদের দারুণ লেগ স্পিনে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতকে ৩১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। 

দারুণ ফিফটি করে পাকিস্তানকে ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান এনে দেন দীর্ঘদিন পর ছন্দে ফেরা ফখর। জবাবে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে আমিরাত তুলতে পারে ১৪০ রান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা আশানুরূপ হয়নি পাকিস্তানের। প্রথম ১৫ ওভারে ৯৭ রান তোলে তারা। কিন্তু শেষ ৫ ওভারে ফখর ও মোহাম্মদ নাওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে ৭৪ রান তোলে তারা।

ফখর জামান করেন ৪৪ বলে ৭৭ রান এবং নাওয়াজ ২৭ বলে তোলেন ৩৭ রান। তারা দুজন মিলে মিলে ষষ্ঠ উইকেটে ৫১ বলে ৯১ রান যোগ করেন।

বোলিংয়ে দারুণ পারফরম্যান্স ছিল আবরার আহমেদের, যার লেগ স্পিন বিষে নাকাল হয়েছেন আমিরাতের ব্যাটাররা। ৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন আবরার।

আমিরাতের পক্ষে লড়াই করেছিলেন আলিশান শরাফু, যার উইলো থেকে বের হয় ৫১ বলে ৬৮। চারটি করে চার ও ছয় হাঁকিয়ে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন তিনি।

চারটি ম্যাচের মধ্যে তিনটি জিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান। দুটি জয় পেয়ে আফগানিস্তানও নাম লিখিয়েছে ফাইনালে। কোনো ম্যাচ না জিতে বাদ পড়েছে আরব আমিরাত।

উল্লেখ্য, আগামী রোববার (৭ সেপ্টেম্বর) টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে পাকস্তান ও আফগা‌নিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়