শিরোনাম
◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি ◈ লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ: সন্দেহভাজন হামলাকারীর প্রথম চিত্র প্রকাশ ◈ হাসিনার ন্যায়বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’ ◈ লালকেল্লা বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে সর্বোচ্চ ভারতের সতর্কতা জারি ◈ বিশ্বকাপের নিয়মে একাধিক বদল আনতে চাইছে ফিফা ◈ সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে  ◈ আজ পল্টনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দলের গণসমাবেশ

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩২ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তা‌নের শোয়েব আখতারের চে‌য়েও বুমরাহ ভয়ঙ্কর বোলার : আকাশ চোপড়া 

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের বল গড়াচ্ছে ৯ সেপ্টেম্বর। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। মোট আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

৯ সেপ্টেম্বর হংকং-আফগানিস্তান ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু। ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। ভারত-পাক ম্যাচ ১৪ সেপ্টেম্বর। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ নামছে হংকংয়ের বিরুদ্ধে। পাকিস্তান প্রথম নামছে ১২ তারিখ। 

পাকিস্তানের প্রতিপক্ষ ওমান।
১৪ তারিখের বারুদে ঠাসা সেই ম্যাচের আগে ভারতের প্রাক্তন ওপেনার শোয়েব আখতার ও জশপ্রীত বুমরাহকে নিয়ে চমকপ্রদ মন্তব্য করেন।  -- আজকাল
 
আকাশ চোপড়ার মতে, পাকিস্তানের গতিদানব  শোয়েবের থেকেও ভয়ঙ্কর বুম বুম বুমরাহ। 

ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে চোপড়াকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, অতীতে শোয়েবের মোকাবিলা করা কঠিন ছিল নাকি এখনকার বুমরাহকে। প্রশ্নের জবাবে আকাশ বলেন, ''আমার কাছে বুমরাহ বেশি ভীতিপ্রদ।

আকাশ চোপড়াকে আরও একটি প্রশ্ন করা হয়েছিল। কোন ব্যাটসম্যানের খেলা দেখার জন্য তিনি টিকিট কেটে মাঠে যাবেন? উত্তরে আকাশ চোপড়া বলেন, ''আমার পছন্দ বিরাট কোহলি।
এবারের এশিয়া কাপে বিরাট কোহলি নেই। প্রাক্তনরা বলছেন, এশিয়া কাপে ভারতই ফেভারিট। চলতি মাসের ৯ তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ভারত-পাক ম্যাচ ১৪ তারিখ।

 দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল নিয়ে হবে সুপার ফোর। সবাই সবার মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত।

 তবে এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই কারণে এবার এশিয়া কাপ হচ্ছে আরব আমিরাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়