স্পোর্টস ডেস্ক : গত মৌসুম থেকে রংপুর রাইডার্সের কোচিং প্যানেলে যুক্ত আছেন মোহাম্মদ আশরাফুল। দলটির ব্যাটিং কোচ হিসেবে জিতেছেন গ্লোবাল সুপার লিগের শিরোপা।
ঢাকা প্রিমিয়ার লিগেও কোচ হিসেবে হাত পাকিয়েছেন আশরাফুল। নারী ডিপিএলে তিনি গুলশান ইয়ুথ ক্লাবের প্রধান কোচ এবং ছেলেদের ডিপিএলে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তাকে কোচের ভূমিকায় দেখা যাবে জাতীয় ক্রিকেট লিগে। --- ক্রিকফ্রেঞ্জি
এবার বরিশাল বিভাগের হয়ে কোচিং করাতে দেখা যাবে তাকে। আশরাফুল নিজেই বোর্ডের কাছে কোচিং করানোর আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই প্রেক্ষিতেই তাকে বরিশালের দায়িত্ব দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেছেন, 'বরিশাল টিমকে নিয়ে আমরা খুব গুরুত্বসহকারে চিন্তা করেছি এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা আমাদের ওয়ান অব দ্য গ্রেটেস্ট প্লেয়ার আশরাফুল। তাকে আমরা বরিশালে কোচ হিসেবে নিয়োগ দিচ্ছি এবং সে আগ্রহ দেখিয়েছে।
সে নিজেই বলেছে সে কোচ হতে চায় এবং যেহেতু সে দুই বছর আপনার বরিশালে খেলেছে, তাই তাকে আমরা সেখানে কোচ হিসেবে নিয়োগের পরিকল্পনা করেছি এবং রাখবো।
আশরাফুল ছাড়াও বাংলাদেশের হয়ে খেলা আফতাব আহমেদ, আল শাহরিয়ার রোকন ও মোহাম্মদ সেলিমের মতো সাবেক ক্রিকেটারদের বিভিন্ন দলের সঙ্গে যুক্ত করার আলোচনা চলছে বলে জানিয়েছেন আকরাম। এর ফলে দেশের তরুণ ক্রিকেটাররা শেখার সুযোগ পাবেন বলেও বিশ্বাস টুর্নামেন্ট কমিটির এই চেয়ারম্যানের।
আকরাম বলেন, 'এর বাইরে যারা বাংলাদেশের হয়ে খেলেছে, সেলিম আছে, রোকন আছে, আফতাব আছে, ওদের সাথেও আমরা আলাপ-আলোচনা করবো। তারা যদি ফ্রি থাকে, ওরা যদি আগ্রহী থাকে, তো ওদেরকেও আমরা এনে যে ছোট ছোট যে টুর্নামেন্টগুলো হচ্ছে, ন্যাশনাল লিগ হচ্ছে, ওখানে ওদেরকে যুক্ত করবো। যেহেতু এদিক থেকে আমি শিওর যে আমাদের প্লেয়াররা উপকৃত হবে।'
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরু হবে ১৪ সেপ্টেম্বর এনসিএল টি-টোয়েন্টি দিয়ে। চূড়ান্ত পর্ব ৪ অক্টোবর। এনসিএল প্রথম শ্রেণির চার দিনের ম্যাচ শুরু হবে ১৫ অক্টোবর এবং শেষ হবে ৩০ নভেম্বর। আশরাফুল দুই ফরম্যাটেই বরিশালের প্রধান কোচের দায়িত্বে থাকবেন।