শিরোনাম
◈ ঘরে ঘরে হঠাৎ বেড়েছে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা, চিকিৎসকরা বলছেন একসঙ্গে তিন ভাইরাস ছড়াচ্ছে ◈ জুলাই সনদ নিয়ে ভুয়া‌ চিঠি, পুলিশ সদর দপ্তরের হুঁশিয়ারি ◈ শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না: উপদেষ্টা ফরিদা আখতার (ভিডিও) ◈ বেনাপোল বন্দর এলাকায় দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার ◈ ‘মেয়েদের নিয়ে নোংরামি থামানোর’ আহ্বান জানিয়ে রাজনীতি ছাড়লেন বৈষম্যবিরোধী নেত্রী (ভিডিও) ◈ ভারতীয় পণ্যে ট্রাম্পের শুল্ক নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুললেন নরেন্দ্র মোদি ◈ ভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে হিমাচল প্রদেশ—প্রকৃতি ধ্বংসে সুপ্রিম কোর্টের সতর্কবার্তা ◈ সৌদি আরবের সঙ্গে প্রবাসী নিরাপত্তা চুক্তির পথে বাংলাদেশ: আসিফ নজরুল ◈ আমি বিশ্বাস করতে পারছি না যে প্রধানমন্ত্রী মোদি এখনও আমার টুইট কোনও উত্তর দেননি: ট্রাম্প ◈ কলকাতা বিমানবন্দরের কাঁচ ভেঙে পালানোর চেষ্টায় বাংলাদেশি যুবক গ্রেফতার

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৫, ০৯:১৫ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জানুয়া‌রি‌তে পা‌কিস্তা‌নে এসএ গেমস, প্রস্তুত বাংলা‌দেশ

স্পোর্টস ডেস্ক : আগামী বছর জানুয়ারিতে পাকিস্তানে বস‌বে সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১৪তম আসর। দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এ টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই অর্থ বরাদ্দ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, ট্রেনিংও শুরু করেছে ফেডারেশনগুলো। 

আগামী বছর বাংলাদেশ গেমস আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন— বিওএ।

সবশেষ ২০১৯ সালে নেপালে বসেছিল এসএ গেমসের আসর। এরপর কেটে গেছে ছয় বছর। ২০২৩ সালে হবার কথা থাকলেও, কয়েক দফা পিছিয়ে আগামী বছর করার কথা বলেছে আয়োজক দেশ পাকিস্তান।

পাকিস্তানে আসর বসলে ভারত আসবে কি না— এটিও একটা বড় প্রশ্ন। এসবের শঙ্কার মাঝেও অনুশীলন করছে দেশের ফেডারেশনগুলো।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ব্রি. জে. (অব.) এবিএম শেফাউল কবির বলেন, নির্ধারিত সূচি অনুযায়ী আসরটি অনুষ্ঠিত হবে বলে মনে করছি আমরা।

আয়োজকদের ফিকশ্চার অনুযায়ী আগামী বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।

তিনি আরও বলেন, এবার প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তারা স্ব স্ব ফেডারেশনগুলোর সঙ্গেও যোগাযোগ অব্যাহত রাখছে।

উল্লেখ্য, আগামী বছর মার্চে দেশের সবচেয়ে বড় ক্রীড়া আসর ‘বাংলাদেশ গেমস’ আয়োজনের প্রস্তুতিও নিচ্ছে বিওএ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়