শিরোনাম
◈ ঘরে ঘরে হঠাৎ বেড়েছে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা, চিকিৎসকরা বলছেন একসঙ্গে তিন ভাইরাস ছড়াচ্ছে ◈ জুলাই সনদ নিয়ে ভুয়া‌ চিঠি, পুলিশ সদর দপ্তরের হুঁশিয়ারি ◈ শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না: উপদেষ্টা ফরিদা আখতার (ভিডিও) ◈ বেনাপোল বন্দর এলাকায় দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার ◈ ‘মেয়েদের নিয়ে নোংরামি থামানোর’ আহ্বান জানিয়ে রাজনীতি ছাড়লেন বৈষম্যবিরোধী নেত্রী (ভিডিও) ◈ ভারতীয় পণ্যে ট্রাম্পের শুল্ক নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুললেন নরেন্দ্র মোদি ◈ ভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে হিমাচল প্রদেশ—প্রকৃতি ধ্বংসে সুপ্রিম কোর্টের সতর্কবার্তা ◈ সৌদি আরবের সঙ্গে প্রবাসী নিরাপত্তা চুক্তির পথে বাংলাদেশ: আসিফ নজরুল ◈ আমি বিশ্বাস করতে পারছি না যে প্রধানমন্ত্রী মোদি এখনও আমার টুইট কোনও উত্তর দেননি: ট্রাম্প ◈ কলকাতা বিমানবন্দরের কাঁচ ভেঙে পালানোর চেষ্টায় বাংলাদেশি যুবক গ্রেফতার

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৫, ০৯:০৫ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে দুই জ‌নের মৃত্যু

সৈকত শতদল, রাজবাড়ী জেলা প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপ‌জেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের নজিম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) এবং একই গ্রামের মৃত আরিফ মোল্লার ছেলে তামিম (১৫)।

শ‌নিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া লওলামারীর বিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আনোয়ারা বেগম ও তামিম পাট ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বিকেলে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে তারা বিলের মধ্যে অবস্থান করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে দুজনেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  সন্ধ‌্যা সা‌ড়ে ৬টার দি‌কে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন বলেন, “দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রাঘাতে তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।” এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে আহাজারি।

পাংশা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার এস এম আবু দারদা ব‌লেন, আজ সন্ধ‌্যার আ‌গে হাবাসপুরে বজ্রপা‌তে দুজন মারা গি‌য়ে‌ছে। তারা কৃ‌ষি শ্রমিক। তা‌দের প‌রিবার‌কে উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে মান‌বিক সহ‌যোগীতা করা হ‌বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়