শিরোনাম
◈ ঘরে ঘরে হঠাৎ বেড়েছে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা, চিকিৎসকরা বলছেন একসঙ্গে তিন ভাইরাস ছড়াচ্ছে ◈ জুলাই সনদ নিয়ে ভুয়া‌ চিঠি, পুলিশ সদর দপ্তরের হুঁশিয়ারি ◈ শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না: উপদেষ্টা ফরিদা আখতার (ভিডিও) ◈ বেনাপোল বন্দর এলাকায় দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার ◈ ‘মেয়েদের নিয়ে নোংরামি থামানোর’ আহ্বান জানিয়ে রাজনীতি ছাড়লেন বৈষম্যবিরোধী নেত্রী (ভিডিও) ◈ ভারতীয় পণ্যে ট্রাম্পের শুল্ক নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুললেন নরেন্দ্র মোদি ◈ ভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে হিমাচল প্রদেশ—প্রকৃতি ধ্বংসে সুপ্রিম কোর্টের সতর্কবার্তা ◈ সৌদি আরবের সঙ্গে প্রবাসী নিরাপত্তা চুক্তির পথে বাংলাদেশ: আসিফ নজরুল ◈ আমি বিশ্বাস করতে পারছি না যে প্রধানমন্ত্রী মোদি এখনও আমার টুইট কোনও উত্তর দেননি: ট্রাম্প ◈ কলকাতা বিমানবন্দরের কাঁচ ভেঙে পালানোর চেষ্টায় বাংলাদেশি যুবক গ্রেফতার

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৫, ০৯:০৭ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশিকে হত্যার অভিযোগ, পদ্মায় ২ বাংলাদেশির মরদেহ উদ্ধার

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দু' বাংলাদেশিকে শারীরিক ভাবে নির্যাতনে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। শনিবার উপজেলার নিশিপাড়া ও বিশরশিয়ার পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির ওসি তৌহিদুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

নিহতরা হলেন- শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুর-হঠ্যাৎপাড়ার বীরমুক্তিযোদ্ধ সেরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪৫) এবং ওই এলাকারই গোলাম মর্তুজার ছেলে সেলিম রেজা (৩৭) ছেলে। তারা দুজনই পেশায় জেলে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শিবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে শফিকুল ও সেলিম। এর পর থেকে তারা নিখোঁজ ছিল। এরইমধ্যে শনিবার দুপুরে নিশিপাড়া এলাকায় শফিকুলের এবং বিশরশিয়া এলাকা থেকে সেলিম রেজার মরদহে উদ্ধার করে বিজিবি- পুলিশ। তবে তারা মাছ ধরতে না কি গরু চোরাচালানির কাজে ভারতে গিয়েছিল তা নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

শিবগঞ্জের মনাকষা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সমির উদ্দীন বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় শফিকুল ও সেলিম। ধরণা করা হচ্ছে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে প্রবল স্রোতের কারণে তারা ভারতের অভ্যন্তরে ঢুকে যেতে পারে। ভারতের বিএসএফ তাদের চোরাকারবারি ভেবে আটক করে হত্যা করে থাকতে পারে। পরে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’

নাম প্রকাশে অনিচ্ছুক তারাপুর এলাকার একজন বাসিন্দা বলেন, তারা দুজন জেলে কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তারা ভারতে গরু আনতে গিয়েছিলো। পরে তাদেরকে বিএসএফের সদস্যরা আটক করে শারীরিক ভাবে নির্যাতন করে হত্যা করেছে। শফিকুলের শরীরে বৈদ্যুতিক শক ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেলিমের শরীর অর্ধগলিত হওয়ায় কোন আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না।

শিবগঞ্জ থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত এলাকায় পদ্মা নদীতে দুজনের মরদেহ ভাসতে দেখে বিজিবি আমাদের খবর দেয়। এরপরেই পুলিশ পাঠানো হয়। দুটোই অর্ধগলিত মরদেহ যার কারণে সুষ্পষ্টভাবে আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না।

গোদাগাড়ি নৌ-পুলিশের ওসি তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের একজনের শরীর ঝলসানো আছে আরেক জনের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। তারা দুজন গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, ‘ মাসুদপুর বিওপির সীমান্ত পিলার ৪/২-এস হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে দুজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়েছে।  ওই দুজন ব্যক্তিকে বিএসএফ হত্যা করেছে কি-না আমরা নিশ্চিত না। তবে নিহেতের পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে কোন যোগাযোগ করেনি।’

তিনি আরও বলেন, ‘স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে আমরা ভারতের ৭১ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু তারা অস্বীকার করেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়