কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ট্রানজিট টার্মিনালের কাঁচ ভেঙে পালানোর চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি যুবককে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। ২৫ বছর বয়সী বাংলাদেশি যুবকের নাম মোহাম্মদ আশরাফুল। তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা। আশরাফুল সিঙ্গাপুরে কাজ করেন।
পুলিশ সুত্রে বলা হয়েছে, শুক্রবার বিকেলে সিঙ্গাপুর থেকে ইন্ডিগোর একটি ফ্লাইটে যুবকটি কলকাতায় পৌঁছান। তার ঢাকার উদ্দেশ্যে একটি সংযোগকারী ফ্লাইটে ওঠার কথা ছিল। তবে, আন্তর্জাতিক ট্রানজিট লাউঞ্জে অপেক্ষা করার সময় আশরাফুল হঠাৎ টার্মিনালের কাঁচের দেয়াল ভেঙে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।
সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা যুবককে আটক করেন। তাঁকে আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন। জানা গিয়েছে, তার কথাবার্তা ছিল অসংলগ্ন। পরে আশরাফুলকে বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়। এরপরেই পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দরে। তবে বড় কোনও গোলমাল হয়নি। কিন্তু যুবক কেন এই ঘটনা ঘটালেন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।