শিরোনাম
◈ মার্কিন শুল্কে তৈরি পোশাক খাতের উদ্বেগ অস্বস্তি কি কেটে গেছে? ◈ স্বাধীনতা অর্জন পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ চলবে: হামাসের ঘোষণা ◈ এনসিপি নেতাদের ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ নিয়ে ভিডিও বার্তা ◈ নাশকতার আশঙ্কায় আগস্টজুড়ে চলবে চিরুনি অভিযান: ডিএমপি ◈ সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন ◈ নিবন্ধনপ্রত্যাশী এনসিপিসহ ১৪৪ দলের তথ্য জমার সময়সীমা শেষ আজ ◈ ঘরে ঘরে হঠাৎ বেড়েছে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা, চিকিৎসকরা বলছেন একসঙ্গে তিন ভাইরাস ছড়াচ্ছে ◈ জুলাই সনদ নিয়ে ভুয়া‌ চিঠি, পুলিশ সদর দপ্তরের হুঁশিয়ারি ◈ শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না: উপদেষ্টা ফরিদা আখতার (ভিডিও) ◈ বেনাপোল বন্দর এলাকায় দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৫, ০৩:৩৪ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ককপিটে বসেই ইঞ্জিনে ত্রুটি শনাক্ত, উড্ডয়নের আগেই থেমে গেল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার

ফের যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। এবার ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে (টেক-অফ) যান্ত্রিক ত্রুটির কারণে শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করা হয়। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) স্থানীয় সময় সকালেই ঘটনাটি ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট জানায়, এআই২০১৭ নম্বর ফ্লাইটটি উড্ডয়নের ঠিক আগে ককপিটে থাকা দুই পাইলট ইঞ্জিনে একটি সম্ভাব্য গণ্ডগোল শনাক্ত করেন। সঙ্গে সঙ্গেই তারা উড্ডয়ন বন্ধের সিদ্ধান্ত নেন এবং জরুরি সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে যাত্রী ও ক্রুদের বিমান থেকে নামিয়ে আনা হয়।

এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৩১ জুলাই দিল্লি থেকে লন্ডনগামী এআই২০১৭ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময় অনুযায়ী উড্ডয়ন করতে পারেনি। অল্প সময়ের মধ্যেই ফ্লাইটের যাত্রী ও ক্রুদের জন্য বিকল্প বিমান ব্যবস্থা করা হয় এবং তারা নিরাপদে গন্তব্যে রওনা হন। ত্রুটিযুক্ত উড়োজাহাজটি বর্তমানে কারিগরি পরীক্ষার আওতায় রয়েছে।

উল্লেখ্য, এর আগেও এয়ার ইন্ডিয়ার একটি মারাত্মক দুর্ঘটনা আলোচনায় আসে। গত ১২ জুন গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনগামী একটি ফ্লাইট উড্ডয়নের ৩০ মিনিট পরই বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হয়। মর্মান্তিক সেই দুর্ঘটনায় ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু থাকলেও, একজন ছাড়া সবাই প্রাণ হারান। 

ঘটনাস্থল থেকে ২৬০টি মরদেহ উদ্ধার করা হয়েছিল। ভারতের ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

সেই দুর্ঘটনার পর মাত্র দেড় মাসের ব্যবধানে এয়ার ইন্ডিয়ার বিভিন্ন ফ্লাইটে একাধিকবার কারিগরি সমস্যা ও ছোটখাট বিভ্রাট দেখা দিয়েছে। যার জেরে একাধিক ফ্লাইট বাতিল হয়েছে এবং যাত্রীদের ভোগান্তিও বেড়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এরই মধ্যে এয়ার ইন্ডিয়াকে একাধিকবার সতর্কতা নোটিশ প্রদান করেছে।

এয়ার ইন্ডিয়ার সাম্প্রতিক ঘটনার পর বিমান নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে দেশজুড়ে। সূত্র: ফার্স্টপোস্ট

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়