শিরোনাম
◈ মার্কিন শুল্কে তৈরি পোশাক খাতের উদ্বেগ অস্বস্তি কি কেটে গেছে? ◈ স্বাধীনতা অর্জন পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ চলবে: হামাসের ঘোষণা ◈ এনসিপি নেতাদের ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ নিয়ে ভিডিও বার্তা ◈ নাশকতার আশঙ্কায় আগস্টজুড়ে চলবে চিরুনি অভিযান: ডিএমপি ◈ সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন ◈ নিবন্ধনপ্রত্যাশী এনসিপিসহ ১৪৪ দলের তথ্য জমার সময়সীমা শেষ আজ ◈ ঘরে ঘরে হঠাৎ বেড়েছে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা, চিকিৎসকরা বলছেন একসঙ্গে তিন ভাইরাস ছড়াচ্ছে ◈ জুলাই সনদ নিয়ে ভুয়া‌ চিঠি, পুলিশ সদর দপ্তরের হুঁশিয়ারি ◈ শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না: উপদেষ্টা ফরিদা আখতার (ভিডিও) ◈ বেনাপোল বন্দর এলাকায় দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০৩:১৪ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা?’

চলচ্চিত্র ও ছোটপর্দার পরিচিত মুখ শবনম ফারিয়া কেবল অভিনয়ের জন্যই নয়, বরং নিজের স্পষ্টবাদী মনোভাব ও সামাজিক-রাজনৈতিক সচেতনতার জন্যও বরাবর আলোচনায় থাকেন। নানা ইস্যুতে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে খোলাখুলি মতপ্রকাশ করে থাকেন তিনি।

জুলাই মাসের ছাত্র আন্দোলনের সময়ও ফারিয়া সরাসরি শিক্ষার্থীদের পক্ষ নিয়েছিলেন। আর ১ আগস্ট, ফের নিজের ক্ষোভ ঝাড়লেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। ফেসবুক পোস্টে তিনি যেমন হতাশা প্রকাশ করেছেন, তেমনই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়েও।

ফারিয়া তার পোস্টে লিখেছেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’

এরপর নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেন, ‘মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে? অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!’

সবশেষে ফারিয়া লিখেছেন ‘এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।’

এই পোস্ট প্রকাশের পর সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ কেউ তার অবস্থান নিয়ে বিতর্ক করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়