শিরোনাম
◈ মার্কিন শুল্কে তৈরি পোশাক খাতের উদ্বেগ অস্বস্তি কি কেটে গেছে? ◈ স্বাধীনতা অর্জন পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ চলবে: হামাসের ঘোষণা ◈ এনসিপি নেতাদের ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ নিয়ে ভিডিও বার্তা ◈ নাশকতার আশঙ্কায় আগস্টজুড়ে চলবে চিরুনি অভিযান: ডিএমপি ◈ সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন ◈ নিবন্ধনপ্রত্যাশী এনসিপিসহ ১৪৪ দলের তথ্য জমার সময়সীমা শেষ আজ ◈ ঘরে ঘরে হঠাৎ বেড়েছে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা, চিকিৎসকরা বলছেন একসঙ্গে তিন ভাইরাস ছড়াচ্ছে ◈ জুলাই সনদ নিয়ে ভুয়া‌ চিঠি, পুলিশ সদর দপ্তরের হুঁশিয়ারি ◈ শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না: উপদেষ্টা ফরিদা আখতার (ভিডিও) ◈ বেনাপোল বন্দর এলাকায় দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০২:১০ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপি নেতাদের ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ নিয়ে ভিডিও বার্তা

রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে রোববার ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে নেতাকর্মীসহ দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন দলটির শীর্ষ ৪ নেতা। শনিবার (২ আগস্ট) রাতে জাতীয় নাগরিক পার্টির ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক ওই ভিডিও বার্তাগুলো আপলোড করা হয়েছে।

‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণাকে কেন্দ্র করে ভিডিও বার্তাগুলো দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

ভিডিও বার্তায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘প্রিয় দেশবাসী জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির দ্বারপ্রান্তে আমরা। আগামীকাল ৩ আগস্ট আবারও আমরা শহিদ মিনারে জড়ো হচ্ছি। আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছি। আমাদের কাছে জুলাই কোনো সমাপ্তি ছিল না, জুলাই ছিল শুরু। একটি সম্ভাবনার শুরু, আকাঙ্ক্ষার শুরু।’

নাহিদ ইসলাম বলেন, ‘এই এক বছরে হয়তো আমাদের অনেক অপ্রাপ্তি রয়েছে, অনেক হতাশা রয়েছে। কিন্তু আমরা মনে করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, যদি আমাদের ভেতরে সেই স্বপ্নের বীজ এখনো থাকে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমাদের গত এক বছরের অভিজ্ঞতা, এক বছরের সীমাবদ্ধতা সবকিছু মিলেই আমরা সামনের দিনের পথ চলতে চাই।’ এছাড়াও ভিডিও বার্তায় জুলাই পদযাত্রার কথা তুলে ধরে ভবিষ্যতের প্রত্যাশিত বাংলাদেশের নানা বিষয় নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম।

এদিকে ভিডিও বার্তায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘আগামীকাল ৩ আগস্ট এক দফা ঘোষণার এক দফা পূর্তিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির তরফে কেন্দ্রীয় শহিদ মিনারে নতুন বাংলাদেশ ইশতিহার ঘোষিত হবে। সারাদেশের জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ জনগণকে আগামীকালের সমাবেশে অংশগ্রহণ করার আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের বাস্তবায়ন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং নতুন সংবিধানের দাবিতে আগামীকালের নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণার সমাবেশে বিকেল ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে দেখা হচ্ছে সকলের সঙ্গে। ইনকিলাব জিন্দাবাদ।’

এছাড়াও ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণাকে কেন্দ্র করে ভিডিও বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর ও দক্ষিণাঞ্চলের দুই মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়