শিরোনাম
◈ বিভেদ-প্রতিহিংসার রাজনীতি আর নয়: তারেক রহমান ◈ গণহত্যার ভার বইতে না পেরে ইসরায়েলি সেনাদের আত্মহনন: যুদ্ধে ফেরেনি প্রায় ১ লাখ সেনা: গণমাধ্যম ◈ ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র রুখতে হবে: শাহবাগে ছাত্রসমাবেশে মির্জা ফখরুল ◈ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়নে এডিবি-বাংলাদেশের ১৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি ◈ সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর ◈ শহীদ মিনারে জড়ো হচ্ছেন এনসিপি নেতাকর্মীরা ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট পোশাক কারখানায় ছুটি ঘোষণা ◈ সুখবর এলপি গ্যাস ব্যবহারকারীদের জন্য ◈ বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদল নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগ (ভিডিও) ◈ সব ব্যক্তিশ্রেণির জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক, কিছু শ্রেণি ছাড়ের আওতায়

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০৩:৩০ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদীতে সড়ক ধস: যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

শামীম মীর গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে সড়ক ধসের কারণে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও স্থানীয় বাসিন্দা। শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে নলচিড়া ইউনিয়নের মোল্লার খালপাড় এলাকায় সড়কের মাঝখানে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, ধসে যাওয়া স্থানটি দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। বিশেষ করে গৌরনদী উপজেলা সদর থেকে শরিকল ও নলচিড়া ইউনিয়নের সংযোগ এই সড়কটি একমাত্র ভরসা ছিল।

স্থানীয় অটোরিকশা চালক আল-আমিন সিকদার বলেন, “সড়ক ধসের কারণে যান চলাচল বন্ধ থাকায় শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের জীবিকা বন্ধ হয়ে গেছে।”

গৌরনদী থেকে মালামাল নিয়ে ফেরত আসা পিকআপচালক মামুন শিকদার জানান, “সড়কে বিশাল গর্ত হয়ে যাওয়ায় আটকা পড়ে গেছি। মালামাল সময়মতো পৌঁছাতে পারছি না।”

এদিকে কলেজ শিক্ষার্থী মাসুদ সরদার অভিযোগ করে বলেন, “সড়কের এই অবস্থায় যাতায়াত করতে খুব কষ্ট হচ্ছে। আমাদের পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রমে চরম বিঘ্ন ঘটছে।”

স্থানীয়রা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গৌরনদী উপজেলা এলজিইডি (LGED) প্রকৌশলী মোঃ অহিদুর রহমান বলেন, “গতকাল একটি সিমেন্টবোঝাই ট্রাক চলার সময় সড়কে ধস দেখা দেয়। আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দ্রুত সংস্কারকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়