জুলাই পদযাত্রা শেষে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (৩ আগস্ট) বিকাল ৪টায় এ সমাবেশ শুরু হবে।
সমাবেশ প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন অংশ ছাড়াও সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে সমাবেশ যোগ দিতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বৃষ্টির বাধা থাকায় অনেকে ছাতা নিয়ে এসেছেন। অপেক্ষা করছেন কেন্দ্রীয় নেতাদের সমাবেশে যোগ দেওয়ার।
এছাড়াও দলটির অফিসিয়াল ফেসবুক পেজে চট্টগ্রাম, কক্সবাজার, গাইবান্ধা, কুষ্টিয়া, চাঁদপুর, নোয়াখালী থেকে নেতাকর্মীদের বাসে করে ঢাকায় আসার ছবি শেয়ার করা হয়েছে।
চট্টগ্রাম থেকে সমাবেশে যোগ দেওয়া আব্দুল্লাহ নোমান বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জুলাইয়ের শক্তির সংগঠন এনসিপি। আশা করছি, সারা দেশে জুলাই পদযাত্রায় যে জনআকাঙ্ক্ষা আমাদের সংগঠন কুড়িয়েছে, তারই প্রকাশ থাকবে ইশতেহারে; যা বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করবে।
এর আগে, শনিবার (২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে সোমবারের সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।