শিরোনাম
◈ ১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক ◈ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান: এবার ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার ◈ কুমিল্লায় ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা ◈ খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে: রাজিব আহসান ◈ জেলেই বসে গরু চোরাচালান সিন্ডিকেট চালাচ্ছেন ‘ডাকাত’ শাহীন ◈ আবারও কি এক হচ্ছেন শাকিব-বুবলী? রোমান্টিক মুডে ধারা দিলেন দুই তারকা ◈ বেনাপোল কাস্টমস হাউস থেকে সরানো হলো  দেড় শতাধিক এনজিও কর্মীদের ◈ নৌবাহিনী ও বিমানবাহিনীর নেতৃত্বে নৈতিক গুণাবলীসম্পন্ন যোগ্য কর্মকর্তাদের নির্বাচনের নির্দেশনা প্রধান উপদেষ্টার ◈ কোনো হুমকি-ধমকিতে আমরা পিছিয়ে যাব না : হাসনাত আবদুল্লাহ ◈ ছাত্রদলের ৯ দফা ঘোষণা: গণঅভ্যুত্থানের লক্ষ্যপূরণে অঙ্গীকার

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০৬:৪২ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিভেদ-প্রতিহিংসার রাজনীতি আর নয়: তারেক রহমান

মনিরুল ইসলাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি নয়—এখন সময় গুণগত, জনকল্যাণমূলক রাজনীতির। দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দায়িত্বশীল ও ইতিবাচক আচরণ প্রত্যাশা করে।"

রোববার (৩ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, "দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী হামলা, মামলা ও নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা পিছপা হইনি।"

তরুণদের উদ্দেশে তিনি বলেন, "তারুণ্যের প্রথম ভোট হোক গণতন্ত্রের পক্ষে—হোক ধানের শীষের পক্ষে।"

শিক্ষা ও কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান জানান, "বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থায় সংস্কার, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং ই-কমার্স খাতের প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। আইসিটি ও কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হবে।"

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, "সাহস ও সততার সঙ্গে এগিয়ে গেলে দেশের জনগণ সবসময় তোমাদের পাশে থাকবে।"

বিকেল সাড়ে ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সমাবেশ শুরু হয়। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।

শাহবাগ মোড়ে টিএসসির মুখোমুখি করে তৈরি করা হয় সমাবেশের মঞ্চ। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন এই কর্মসূচিতে। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে সমাবেশস্থলে। কেউ জাতীয় পতাকা, কেউ দলীয় পতাকা হাতে স্লোগান দিচ্ছিলেন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়