এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে “রঙ্গিন প্রজাপতি” নামের একটি শিশু বান্ধব কেন্দ্র চালু করে এলাকায় ব্যপক সাড়া ফেলেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ।
শিক্ষায় পিছিয়ে পড়া শিশুদের মনন বিকাশে এই “রঙ্গিন প্রজাপতি” নামের শিশু বান্ধব কেন্দ্রটি চালু করা হয়েছে উপজেলার ১০ নং রাণীপুকুর ইউনিয়নের চকবিষ্ণুপুর এলাকায়।
শিশুদের জন্য উপযুক্ত এবং উন্মুক্ত “রঙ্গিন প্রজাপতি” শিশু বান্ধব এ কেন্দ্রে প্রতিনিয়ত প্রায় ৫ শতাধিক শিশু বর্ণ পরিচয়, খেলা-ধুলা ও নিজেকে সুরক্ষিত রাখার জ্ঞানসহ পাশাপাশি মনোরম পরিবেশে পড়া-লেখা করছে। যেখানে নেই কোন শিশুদের মোবাইল ফোনের আসক্তি কিংম্বা দুষণযুক্ত পরিবেশ বা অন্যকোন কলাহল।
এব্যপারে বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার নীতা ফ্লোরা দাস বলেন, শিশু বান্ধব রঙ্গিন প্রজাপতি কেন্দ্রগুলো শিশুর মনন বিকাশে উপযুক্ত একটি স্থান। যেখানে শিশুরা খেলতে পারে এবং স্বাভাবিক নিয়ম, শৃঙ্খলা শেখার সুযোগ পায়। কেন্দ্র গুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের দ্বারা শিশুরা মননশীল সামাজিক সহায়তাও পেয়ে থাকে। এ কেন্দ্রে শিশুরা বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের সুরক্ষিত রাখার বিষয়ে জ্ঞান পায়। এর মধ্য দিয়ে শিশু পাচার, নির্যাতন, শিশু শ্রম, বাল্য বিবাহ ইত্যাদি বিষয়ে শিশুরা সচেতনতার শিক্ষা পায়। এছাড়াও স্বাস্থ্যসম্মত জীবনযাপন, সুস্বাস্থ্য ও সড়কে চলাফেরা নিয়ে সতর্কতার জ্ঞানও এখান থেকে পেয়ে থাকে তারা।
শিশুর অভিভাকরা বলেন, আশেপাশে পার্ক না থাকায় এই রঙ্গীন প্রজাপতি কেন্দ্রে প্রতি দিন বিকালে শিশুদের নিয়ে আসি। এখানে খেলার সাথে পড়ার সুযোগ আছে। তাই মোবাইল ফোনের আসক্তি থেকে শিশুরা ভাল থাকে।
বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রগ্রাম অফিসার তিথী সিং বলেন, এই এলাকায় গ্রাম উন্নয়ন কমিটি সক্রিয় থাকায় এবং স্থানীয়দের সাথে নিয়ে কেন্দ্রটি চালু করা হয়েছে। এখানে শিশুদের পাশাপাশি বড়রাও বিকালবেলা এসে সুন্দর সময় পার করছেন।