শিরোনাম
◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০৮:৩২ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তুই তো আমার বোনের মতো’

তামান্না ভাটিয়া এই মুহূর্তে দক্ষিণ থেকে বলিউড—দুই জায়গাতেই অভিনেত্রীর জনপ্রিয়তা তুঙ্গে। কিছুদিন আগে অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন নায়িকা। সম্পর্ক নিয়ে কখনও তাঁরা লুকোছাপা করেননি। প্রকাশ্যে স্বীকার করেছেন নিজেদের সম্পর্কের কথা।

শুধু দক্ষিণেই নয়, সারা দেশেই তামান্নার ভক্তসংখ্যা অসংখ্য। তবে জানেন কি, এমন এক তারকাকেও একসময় প্রেমে ব্যর্থ হতে হয়েছিল? 
এক সাক্ষাৎকারে তামান্না শেয়ার করেছেন তাঁর ছোটবেলার একটি মিষ্টি ও মজার স্মৃতি। তখন তিনি পঞ্চম শ্রেণিতে পড়েন। তামান্নার কথায়, “ছেলেটি ছিল আমার এক বন্ধুর বড় ভাই।

তাঁকে দেখে খুব ভালো লাগত। সাহস করে একদিন তাকে মনের কথা জানালাম। কিন্তু তার জবাবে শুনলাম, ‘তুই তো আমার বোনের মতো!’ তখন আমি ভীষণ হতাশ হয়েছিলাম।”

এটি ছিল তামান্নার জীবনের প্রথম অসম্পূর্ণ প্রেমের গল্প।

তবে বিজয় ভার্মার আগে আরও দুইবার প্রেম এসেছিল তাঁর জীবনে। কিন্তু সেগুলোও টেকেনি। তামান্না বলেছেন, “প্রথমবার সম্পর্ক শেষ হয় কারণ, তখন আমি খুব ছোট ছিলাম। সম্পর্কের জন্য অনেক কিছু ত্যাগ করতে হত, যা আমার পক্ষে সম্ভব ছিল না। দ্বিতীয়বারের সম্পর্কেও মনে হয়েছিল, এটা আমার জন্য সঠিক নয়।

তবে এখন বিজয়ের সঙ্গে তামান্নার সম্পর্ক নিয়ে বেশ খুশি ছিলেন তাঁর অনুরাগীরা। বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যেত। গুঞ্জন শোনা গিয়েছিল, খুব শিগগিরই হয়তো তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তবে তাঁদের প্রেম কাহিনি বেশিদূর গড়ায়নি। কিছুদিন আগেই তাঁদের সম্পর্ক ভাঙার খবর সামনে আসায় আবারও মন ভাঙে অনুরাগীদের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়