শিরোনাম
◈ বিভেদ-প্রতিহিংসার রাজনীতি আর নয়: তারেক রহমান ◈ গণহত্যার ভার বইতে না পেরে ইসরায়েলি সেনাদের আত্মহনন: যুদ্ধে ফেরেনি প্রায় ১ লাখ সেনা: গণমাধ্যম ◈ ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র রুখতে হবে: শাহবাগে ছাত্রসমাবেশে মির্জা ফখরুল ◈ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়নে এডিবি-বাংলাদেশের ১৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি ◈ সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর ◈ শহীদ মিনারে জড়ো হচ্ছেন এনসিপি নেতাকর্মীরা ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট পোশাক কারখানায় ছুটি ঘোষণা ◈ সুখবর এলপি গ্যাস ব্যবহারকারীদের জন্য ◈ বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদল নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগ (ভিডিও) ◈ সব ব্যক্তিশ্রেণির জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক, কিছু শ্রেণি ছাড়ের আওতায়

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০৩:২৮ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে আকস্মিকভাবে বিশাল আকৃতির শতবর্ষী গাছ উপড়ে পড়ল ভবনের উপর, আহত ১ 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে আকস্মিকভাবে একটি ভবনের উপর বিশাল আকৃতির এক শতবর্ষী শিশু গাছ উপড়ে পড়েছে। এতে বিদ্যুৎ এর ১১ হাজার ভোল্টেজ এর তার ছিড়ে ভবনটির নিচে থাকা গল্পঘর রেষ্টুরেন্ট ক্ষতিগ্রস্থ ও আগুনে ১জন সেভ আহত সহ একটি মোটরসাইকেল পুড়ে গেছে।

শনিবার বিকাল ৪ টার দিকে শহরের ব্যস্ততম ভূষনস্কুল সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ও বিদ্যুৎ অফিসের লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম চালায়। স্থানীয়রা জানায়, ঘটনার সময়ে ভবনটির নিচে বেশ কিছু মানুষ উপস্থিত থাকলেও অল্পের জন্য তারা প্রানে রক্ষা পেয়েছেন।  

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানুর রহমান জানান, তার ব্যবসা প্রতিষ্টানের সামনেই শতবর্ষী শিশু গাছটি দন্ডায়মান। লাগাতার বর্ষার কারনে সেই গাছের গোড়ার অংশের মাটি সরে গিয়ে দূর্বল হয়ে পড়েছিল। শনিবার বিকালে আকস্মিকভাবেই গাছটি হেলে উপড়ে পড়ে।

প্রথমে বিদুৎতের তার ছিলে গাছটি সামনের ভবনের উপর পড়ে। এতে ওই ভবন ও ভবনের নিচে রেষ্টুরেন্টের বেশ ক্ষয়ক্ষতি ছাড়াও ইমরান নামে এক শেভ সামান্য আহত ও একটি মটরসাইকেল পুড়ে গেছে। তিনি জানান, ভ’ষনস্কুল সড়কটি অত্যান্ত ব্যস্ততম সড়ক। গাছটি সড়কের উপর পড়ে থাকায় জনসাধারনের চলাচলের সমস্যা হচ্ছে। এজন্য তিনি স্থানীয়দের সাথে নিয়ে গাছটি সড়ক থেকে অপসারনের চেষ্টা করছেন।

ক্ষতিগ্রস্থ্য ভবনটির মালিক টুটুল হোসেন জানান, বিকালে তারা সবাই রেষ্টেুরেন্টের কাজে ব্যস্ত ছিল। সেখানে আরো অনেক লোকজনও উপস্থিত ছিল। আকস্মিক ভাবেই গাছটি বিদুৎতের তারের উপর পড়ে তার ছিলে ভবনের উপরে পড়ে। এ সময় ছেড়া তারের আগুনে রেষ্টুরেন্টের গ্যাসে আগুন ধরে যায়। এতে একজন আহত ও মটরসাইকেল পুড়ে ক্ষতি হয়। তিনি বলেন, ভবনের উপর থেকে দ্রুত গাছটি না সরালে  ভবনটি বেশ ক্ষতিগ্রস্থ্য হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, গাছ উপড়ে পড়ার কথা শুনে তিনি ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে দ্রুত ঘটনাস্থলে পাঠিয়েছেন। খুব দ্রুতই তারা সমাধান করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়