শিরোনাম
◈ জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট পোশাক কারখানায় ছুটি ঘোষণা ◈ সুখবর এলপি গ্যাস ব্যবহারকারীদের জন্য ◈ বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদল নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগ (ভিডিও) ◈ সব ব্যক্তিশ্রেণির জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক, কিছু শ্রেণি ছাড়ের আওতায় ◈ কালীগঞ্জে আকস্মিকভাবে বিশাল আকৃতির শতবর্ষী গাছ উপড়ে পড়ল ভবনের উপর, আহত ১  ◈ জুলাই গণহত্যা: হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্য দিলেন খোকন চন্দ্র ◈ ‎তিস্তায় ফের পানি বৃদ্ধি, পানি নিয়ন্ত্রণে খুলে দেয়া হয়েছে ৪৪টি জলকপাট ◈ নিউ জার্সির ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ইয়র্ক সিটি ◈ জাতীয় সম্পদ ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ: ভূমি-সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে ৩০ বছরের পরিকল্পনা ◈ পৃথিবীর ইতিহাসের সকল স্বৈরশাসকদের সমিতি হলে নি:সন্দেহে শেখ হাসিনা হবে এর সভাপতি: অ্যাটর্নি জেনারেল (ভিডিও)

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মে‌সি আর ইন্টার মায়ামিতে খেল‌তে চান না, কোচ বলছেন লিও‌কে ধ‌রে রাখার চেষ্টা কর‌ছি 

স্পোর্টস ডেস্ক : ফ্রা‌ন্সের পিএস‌জি থে‌কে ২০২৩ সালে লিওনেল মেসি পাড়ি জমান মার্কিন মুলুকে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখান আর্জেন্টাইন সুপার লিওনেল মেসি। ক্লাবটিতে নাম লেখানোর পরে থেকে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন মেসি। 

মেসি যাওয়ার পর নিজেদের ইতিহাসে প্রথম শিরোপার স্বাদ পেয়েছে মায়ামি। তবে, চলতি বছরের ডিসেম্বরে মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে মেসির। চুক্তি নবায়ন নিয়ে এখনও কোনো পক্ষ থেকে কিছু জানা যায়নি।

চুক্তির মেয়াদ শেষের সময় যত ঘনিয়ে আসছে ততই ডালপালা মেলছে নতুন নতুন গুঞ্জন। গুঞ্জন আছে, চুক্তি নবায়ন করে ২০২৮ সাল পর্যন্ত মায়ামিতেই থেকে যাবেন মেসি। ভিন্ন খবরও এসেছে বেশকিছু গণমাধ্যমে, নতুন ঠিকানায় নাম লেখাতে পারেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

শনিবার (২ আগস্ট) সংবাদ সম্মেলনে এসেছিলেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। সেখানে তাকে প্রশ্ন করা হয় মেসির চুক্তি নবায়নের বিষয়ে। স্পষ্ট করে কিছু না বলতে পারলেও মাসচেরানো মনে করেন, মায়ামিতেই থাকবেন মেসি।

মাসচেরানো বলেন, ‘আমাদের সবারই স্বপ্ন যে সে (মেসি) থেকে যাবে। আমরা আশা করি সে চুক্তি নবায়ন করবে। লিওর বিষয়টা এমন এক জায়গায়, যেখানে আমরা সবাই চাই সে আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করুক। 

তবে এটা একান্তই তার এবং ক্লাবের সিদ্ধান্ত। যা তারা নিজেদের মধ্যে হয়তো অনেক আগে থেকেই আলোচনা করছে।

সঠিক সময় এলে মেসি নিজেই চুক্তির বিষয় সামনে আনবেন বলে মনে করেন মেসির এক সময়ের সতীর্থ ও বর্তমান মায়ামির কোচ। মাসচেরানো বলেন, ‘যখন তারা মনে করবে উপযুক্ত সময় এসেছে, তখনই তারা সেটা ঘোষণা করবে। আমরা বাকিরা শুধু বলতে পারি। আমিও গতকাল ওই একই গুজব শুনেছি এবং আমাদেরও স্বাভাবিকভাবেই আশা যে, সে থেকে যাবে এবং দীর্ঘদিন ক্লাবে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়