শিরোনাম
◈ ৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতির অংশীদার হতে চায় বাংলাদেশ: আশিক চৌধুরী ◈ যশোরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে  বিএনপির ৬ নেতা, কর্মীকে বহিঃস্কার ◈ জুয়ার আসর থেকে ইউনিয়ন জামাতের সভাপতি ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪ ◈ ৬০০০ রানের মাইলফলকে জো রুট ◈ জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাদ, তালিকা প্রকাশ ◈ এনসিপির ইশতেহার ঘোষণা, ছাত্রদলের সমাবেশে নির্বাচনমুখী বক্তব্য ◈ ১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক ◈ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান: এবার ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার ◈ কুমিল্লায় ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা ◈ খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে: রাজিব আহসান

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ১১:১৫ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আবুধা‌বি ও দুবাই স্টে‌ডিয়া‌মে এ‌শিয়া কা‌পের খেলা, ম‌্যাচ হ‌বে রাত ৮টায়

স্পোর্টস ডেস্ক : ভারত-পা‌কিস্তান ইস‌্যু‌তে এশিয়া কাপ নিয়ে কম জলঘোলা হয়নি। শেষ পর্যন্ত সবকিছুর অবসান ঘটিয়ে গত সপ্তাহে এশিয়া কাপের সূচি প্রকাশ করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সেই সূচি অবশ্য পূর্ণাঙ্গ ছিল না। শনিবার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এ‌শিয়ান ক্রিকেট কাউ‌ন্সিল (এসিসি)।

এসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতে হবে এশিয়া কাপের সবগুলো ম্যাচ। স্টেডিয়াম দুটি হলো—আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপের বাকি তিন দল শ্রীলঙ্কা, আফগানিস্তান আর হংকং। গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে সবগুলো। পূর্ণাঙ্গ সূচিতে দেখা গেছে, গ্রুপ পর্বে বাংলাদেশ সবগুলো ম্যাচই খেলবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে লিটন দাসের দল। একদিন পর ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে তাসকিন-মুস্তাফিজরা। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোর। সেখানে সবগুলো দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে শীর্ষ দুই খেলবে ফাইনাল। আগামী ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ফাইনাল ম্যাচ দিয়ে এশিয়া কাপের পর্দা নামবে।

টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই হবে দুবাইয়ে। ফাইনালসহ ১১ ম্যাচ হবে সেখানে। আর সুপার ফোরের একটিসহ আবুধাবিতে মোট ম্যাচ হবে আটটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়