শিরোনাম
◈ মাছ কেটে প্রতি মাসে অর্ধ কোটি টাকা উপার্জন করেন কুমিল্লা নগরীর শতাধিক মাছকাটা শ্রমিক! ◈ ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকের পর রাজনীতিতে স্বস্তির ইঙ্গিত: সৈয়দা রিজওয়ানা হাসান ◈ নজিরবিহীন সতর্কতা জারি: ইরানি নাগরিকদের যা বলছে ইসরায়েল ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে: সিইসি ◈ যে ইরানি ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছেন! ◈ ঈদের বিরতির পর নগর ভবনে ফের ইশরাক ◈ চীনে কারখানায় রোবটের হামলায় আতঙ্ক, ভিডিও ভাইরাল ◈ দুবাইয়ে ৬৭ তলা ভবনে ভয়াবহ আগুন ◈ হাইফা থেকে আশদোদ পর্যন্ত ইরানি ক্ষেপণাস্ত্র হামলা; ইসরাইলের কৌশলগত ভুল কী ছিল? ◈ ক্লাব বিশ্বকাপ ফুটব‌লের উ‌দ্বোধনী ম‌্যা‌চে জয় পে‌লো না কো‌নো দলই

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সিঙ্গাপুরের কাছে হারের পর হামজা চৌধুরীর স্ট‌্যাটাস

স্পোর্টস ডেস্ক : ‌সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে নিজের খেলাটা ঠিকঠাকই খেলেছেন। আক্রমণ ঠেকানোর পাশাপাশি গোলের সুযোগও তৈরি করার চেষ্টা করেছেন তিনি। তবে দিনশেষে ফুটবল একটি সম্মিলিত খেলা, আর সেই সম্মিলিত খেলায় গতকাল পরাজয় বরণ করতে হয়েছে হামজাকে। এই পরাজয় হতাশ করেছে গ্যালারিতে উপস্থিত হাজারো সমর্থককে, যারা হামজাদের জয় দেখতে এসেছিলেন।

হামজার আগমনে দেশের ফুটবলে নতুন করে স্বপ্ন দেখা শুরু হয়েছিল, বিশেষ করে এশিয়ান কাপের মূল পর্বে খেলার লক্ষ্য নিয়ে। কিন্তু ভারতের বিপক্ষে ড্র এবং ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে এই হার সেই স্বপ্ন পূরণের পথকে আরও কঠিন করে তুলেছে। তবে হার সত্ত্বেও ইতিবাচক থাকতে বলেছেন হামজা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হতাশা প্রকাশ করে হামজা লিখেছেন,‘আমরা যেমনটা চেয়েছিলাম, তা হয়নি! কিন্তু দল ও জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি! আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ এটা তো মাত্র শুরু। ইনশা আল্লাহ খুব শিগগিরই আমরা সেই জায়গায় পৌঁছাব, যেখানে পৌঁছাতে চাই! ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। দেখা হবে অক্টোবরে।’

বর্তমানে এশিয়ান কাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে। সিঙ্গাপুর সবার উপরে, হংকং দ্বিতীয় স্থানে, এবং ভারত নিচে রয়েছে। আগামী অক্টোবরের উইন্ডো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওই সময়ে হামজারা হংকংয়ের বিপক্ষে দেশের মাঠে এবং প্রতিপক্ষের মাঠে দুটি ম্যাচ খেলবেন। এই ম্যাচগুলোর ফলাফলই বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নকে বাঁচিয়ে রাখবে কিনা, তা নির্ধারণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়