স্পোর্টস ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। বেশ বড় অঙ্কের অর্থ পাচ্ছে অংশগ্রহণকারী দলগুলো।
মোট প্রাইজমানি ৫.৭৬ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি ৮ লাখ টাকা। যা কিনা আগের আসরের তুলনায় দ্বিগুন। -- ডেইলি ক্রিকেট
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। বিজয়ী দলের পকেটে ঢুকবে বেশ বড় পরিমাণ অর্থ।
চ্যাম্পিয়ন দল পাচ্ছে ৩.৬ মিলিয়ন ডলার বা প্রায় ৪৪ কোটি টাকা। আগের আসরে যার পরিমাণ ছিলো ১.৬ মিলিয়ন ডলার। অপরদিকে, রানার্সআপ দলের জন্য বরাদ্দ থাকছে ২.১৬ মিলিয়ন ডলার।
তিন নম্বর পজিশনে থাকা ভারত পাচ্ছে ১.৪৪ মিলিয়ন ডলার। চতুর্থ স্থান পাওয়া নিউজিল্যান্ড পাবে ১.২ মিলিয়ন ডলার বা প্রায় সাড়ে ১৪ কোটি টাকা।
পঞ্চম থেকে নবম পর্যন্ত অবস্থান করা দলগুলোর জন্যও রয়েছে প্রাইজমানি। ইংল্যান্ড পাচ্ছে ৯ লাখ ৬০ হাজার ডলার বা প্রায় সাড়ে ১১ কোটি টাকা, শ্রীলঙ্কা ৮ লাখ ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১০ কোটি টাকা।
বাংলাদেশ পাচ্ছে ৭ লাখ ২০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৭৫ লাখ টাকা। আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ পাচছে ৬ লাখ ডলার, যা প্রায় ৭ কোটি টাকা। তালিকার তলানিতে থাকা পাকিস্তান পাচ্ছে ৪ লাখ ৮০ হাজার ডলার, যা প্রায় পৌনে ৬ কোটি টাকা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে কোনো ম্যাচ না জিতে নয় নম্বরে ছিল বাংলাদেশ। দ্বিতীয় আসরে টাইগাররা জিতেছিল মাত্র একটি ম্যাচ। তবে এবার ১২টি টেস্ট খেলে ৪টিতে জিতেছে বাংলাদেশ।