শিরোনাম
◈ হাজারীবাগে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ প্রশান্ত মহাসাগরের পথে যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু: নিউইয়র্ক টাইমস ◈ ইসরায়েলকে থামাতে সম্মিলিত কূটনৈতিক পদক্ষেপ জরুরি: ওআইসি সম্মেলনে তৌহিদ হোসেন ◈ ইরানে ডজনখানেক সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের ◈ সাংবিধানিক কাউন্সিল : কিছু প্রশ্ন ও বিএনপির আপত্তি ◈ সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজনের নাম চূড়ান্ত করেছেন খামেনি ◈ সাবেক সিইসি-ইসিদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি: বিতর্কিত তিন নির্বাচন ◈ ‘বিস্মিত’ ইসরাইল, প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলা ◈ নির্বাচনে জোর, আসনভিত্তিক জরিপ চালাচ্ছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ◈ কী কী অস্ত্র ব্যবহার হচ্ছে ইরান-ইসরাইল সংঘাতে?

প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ০৯:৪৫ সকাল
আপডেট : ১৮ জুন, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

কাকা‌কে ব্রাজিল দ‌লের সহকারী কোচ হিসেবে চান কা‌র্লো আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক: ইতা‌লিয়ান কা‌র্লো আন‌চেল‌ত্তি  ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি। তবে তার আগমন ঘিরে দেশটির ফুটবল মহলে ইতোমধ্যেই তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও আলোচনা।

রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ হিসেবে চলতি মৌসুম শেষ হওয়ার পরই আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নেবেন। এরই মধ্যে তার কোচিং দলের জন্য এক কিংবদন্তির নাম সামনে এসেছে—তিনি আর কেউ নন, কাকা। ২০০২ সালের বিশ্বকাপজয়ী ও ২০০৭ সালের ব্যালন ডি’অর জয়ী কাকাকে আনচেলত্তি চাচ্ছেন ব্রাজিল দলের কোচিং স্টাফে যুক্ত করতে।

ব্রাজিলের প্রভাবশালী গণমাধ্যম ‘সিএনএন ব্রাসিল’ জানিয়েছে, আনচেলত্তি চাইছেন তার সঙ্গে এমন একজন অভিজ্ঞ ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার থাকুন, যিনি দেশের ফুটবল সংস্কৃতি, জাতীয় দলের পরিবেশ ও মানসিকতা ভালোভাবে বোঝেন।

সেই চাহিদার সঙ্গে সবচেয়ে ভালোভাবে মানিয়ে যায় কাকার নামটি। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এ প্রস্তাবকে ইতিবাচকভাবেই দেখছে। তাদের মতে, কাকার মতো একজন কিংবদন্তির উপস্থিতি দলের খেলোয়াড়দের মধ্যে অতীত ও বর্তমানের মাঝে একটি সেতুবন্ধ তৈরি করতে পারবে।

এদিকে জানা গেছে, আনচেলত্তির ছেলে ও দীর্ঘদিনের সহকারী কোচ দাভিদ আনচেলত্তি হয়তো বাবার সঙ্গে ব্রাজিলে না। ইতোমধ্যে তিনি নিজেই প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব পেয়েছেন, যেখানে ইতালির কোমো এবং স্কটল্যান্ডের রেঞ্জার্স ক্লাব রয়েছে আলোচনায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়