শিরোনাম
◈ হাজারীবাগে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ প্রশান্ত মহাসাগরের পথে যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু: নিউইয়র্ক টাইমস ◈ ইসরায়েলকে থামাতে সম্মিলিত কূটনৈতিক পদক্ষেপ জরুরি: ওআইসি সম্মেলনে তৌহিদ হোসেন ◈ ইরানে ডজনখানেক সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের ◈ সাংবিধানিক কাউন্সিল : কিছু প্রশ্ন ও বিএনপির আপত্তি ◈ সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজনের নাম চূড়ান্ত করেছেন খামেনি ◈ সাবেক সিইসি-ইসিদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি: বিতর্কিত তিন নির্বাচন ◈ ‘বিস্মিত’ ইসরাইল, প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলা ◈ নির্বাচনে জোর, আসনভিত্তিক জরিপ চালাচ্ছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ◈ কী কী অস্ত্র ব্যবহার হচ্ছে ইরান-ইসরাইল সংঘাতে?

প্রকাশিত : ১২ মে, ২০২৫, ০২:৩০ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট থেকে অবসরে কোহলি

অনেক দিন ধরেই টেস্ট ক্রিকেট ছাড়তে বোর্ডের সঙ্গে কথা বলে যাচ্ছিলেন। তাকে অবশ্য রাজি করাতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মার অবসর ঘোষণার কয়েক দিনের মধ্যে শেষ পর্যন্ত লাল বলের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ভারতের এই অভিজ্ঞ ব্যাটারও। তাতে লম্বা সংস্করণ থেকে কোহলির বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি ঘটেছে। 

কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছেন ১২৩ টেস্ট খেলে। যেখানে তার সংগ্রহ ৯ হাজার ২৩০ রান। তাতে রয়েছে ৩০টি সেঞ্চুরি ও ৩১টি হাফসেঞ্চুরি। 

কোহলি টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু পরে নামার পর ১৪ বছর অতিক্রম হয়েছে। কখনও ভাবিনি এই ফরম্যাটে আমার যাত্রা এমন হবে। এটা আমার পরীক্ষা নিয়েছে, গড়ে তুলেছে আর এমন অনেক শিক্ষা দিয়েছে যা সারাজীবন সাথে রাখবো।’

আরও লিখেছেন, ‘যখন এই ফরম্যাট থেকে সরে দাঁড়াচ্ছি এটা মোটেও সহজ ছিল না। তবে এটাকেই সঠিক বলে মনে হচ্ছে। আমি আমার সব কিছু দিয়েছি, বিনিময়ে যতটুকু প্রত্যাশা করেছি তার চেয়েও বেশি সেটা আমাকে ফিরিয়ে দিয়েছে।’

কোহলি ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকের পর সেই বছরই অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট দলে জায়গা পাকাপোক্ত করে নেন। অন্য ব্যাটাররা যখন সংগ্রাম করছিল, ভারত ছন্দ ধরে রাখতে পারছিল না; তখন কোহলি প্রতি ম্যাচে উন্নতি করেছেন। অ্যাডিলেডে খেলেছেন ১১৬ রানের দুর্দান্ত ইনিংস। যা ছিল তার প্রথম টেস্ট সেঞ্চুরি। পরে তো টেস্ট অধিনায়ক হয়েছেন। তার অধীনে ৬৮ টেস্টে ভারত জিতেছে ৪০টি। যা তাকে জয়ের বিচারে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক করে তুলেছে। 

৩০ সেঞ্চুরিতে ভারতের চতুর্থ সর্বোচ্চ সফল টেস্ট ব্যাটার কোহলি। যেখানে সবার ওপরে শচীন টেন্ডুলকার (৫১), রাহুল দ্রাবিড় (৩৬) ও সুনীল গাভাস্কার (৩৪)। টেস্টে তার ডাবল সেঞ্চুরি ৭টি। যা কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ। অধিনায়ক হিসেবেও তার সবচেয়ে বেশি সেঞ্চুরি ২০টি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়