শিরোনাম
◈ সাইকেল কিনতে ৩ হাজার টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে হত্যা ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে কী বলা আছে? ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে বাংলাদেশের দুর্দান্ত জয় ◈ বিএসএফ সুপরিকল্পিতভাবে পুশইন করছে, সীমান্তে সতর্ক বিজিবি ◈ ‘যাত্রীপ্রতি ২০০ টাকা’ ঈদের সময় অতিরিক্ত ভাড়া চান বাস মালিকরা, সরকারি প্রতিক্রিয়া কি? ◈ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে না ভারতে! সমস্যার কারণ পাকিস্তান ◈ বিদেশের মাটিতে পাকিস্তানের কাছে হারলো ভারত! ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট বাংলা‌দেশ দ‌লের নতুন পেস বোলিং কোচ ◈ পুলিশের হাতে ‘মারণাস্ত্র’ থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ হাসিনাপুত্র জয় নাগরিকত্ব নিলেন যুক্তরাষ্ট্রের, নিয়েছেন শপথ

প্রকাশিত : ১১ মে, ২০২৫, ১১:৫৮ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা

স্পোর্টস ডেস্ক: কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু ম্যাচে ফিরতে খুব বেশি সময় নিল না বার্সেলোনাও। আক্রমণাত্মক ফুটবলে শুরুর ধাক্কা সামলে প্রথমার্ধেই চিরপ্রতিদ্বন্দ্বীদের জালে চার বার বল জড়িয়ে ম্যাচ নিজেদের দিকে টেনে নেয় তারা। বিরতির পর এমবাপ্পে তার হ্যাটট্রিক পূর্ণ করলেও দল আর ম্যাচে ফিরতে পারেনি। দুর্দান্ত জয়ে শিরোপা জয় থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে হানসি ফ্লিকের দল। -- অলআউট স্পোর্টস

রোববার লা লিগার ম্যাচে অলিম্পিক স্টেডিয়ামে রিয়ালকে ৪-৩ গোলে হারায় বার্সেলোনা। নিজেদের শেষ তিন ম্যাচে আরেকটি জয় পেলেই শিরোপা নিশ্চিত হবে হানসি ফ্লিকের দলের। ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট ৮২। ৭ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে রিয়াল।

ম্যাচের ৬৩ শতাংশ সময় বল দখলে রাখা বার্সেলোনা গোলের জন্য মোট ২৩টি শট নেয়, যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। অন্যদিকে ৯ শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখতে পারে রিয়াল।

চলতি মৌসুমে দু’দলের চতুর্থ দেখায় সবকটিতেই জয় বার্সেলোনার। গত অক্টোবরে লিগে প্রথম দেখায় সান্তিয়াগো বের্নাবেউয়ে ৪-০ গোল জিতেছিল ইয়ামাল-রাফিনিয়ারা। বাকি দুই জয় আসে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের ফাইনালে।

গোলবন্যার ম্যাচের প্রথমার্ধেই হয় ছয়টি গোল, যার শুরুটা করেন এমবাপ্পে। পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন তিনি। এরপর ১৪তম মিনিটে ভিনিসুস জুনিয়রের বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি এই তারকা। রিয়ালের কাছে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ওই পর্যন্তই।

ম্যাচে ফিরতে মরিয়া বার্সেলোনার প্রেসিংয়ে খেই হারিয়ে ফেলে সফরকারীরা। টানা তিনটি কর্নারের শেষটি থেকে ১৯তম মিনিটে হেডে স্বাগতিকদের হয়ে এক গোল শোধ দেন এরিক গার্সিয়া। এরপরের গল্পটা শুধুই ফ্লিকের শিষ্যদের। প্রায় পুরোটা সময় বল নিজেদের দখলে রেখে ৩২তম মিনিটে দলকে সমতায় ফেরান ইয়ামাল। এর মিনিট দুয়েকJ পর দলকে এগিয়ে দেন রাফিনিয়া। ৪৫তম মিনিটে লুকাস ভাসকেসের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

যোগ করা সময়ের শেষ মিনিটে আর্দা গুলেরের কাছ থেকে পাওয়া বল জালে জড়ান এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

বিরতির পরও রিয়ালের ওপর চড়াও হয়ে খেলতে থাকে স্বাগতিকরা। ৫২তম মিনিটে রাফিনিয়ার পাস থেকে বল জালে জড়ান ইয়ামাল। তবে বল পাওয়ার সময় রাফিনিয়া অফসাইডে থাকায় তা আর গোল হয়নি।

৭০তম মিনিটে মাঝমাঠ থেকে লুকা মদ্রিচের বাড়ানো বল টেনে নিয়ে বক্সের ভেতরে যান ভিনিসুস। ব্রাজিলিয়ান এই তারকার বাড়ানো বল থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। এর খানিকবাদে হ্যাটট্রিকের সুযোগ পান রাফিনিয়াও। কিন্তু ইয়ামালের কাছ থেকে পাওয়া বল পোস্টের উপর দিয়ে মারেন তিনি।  

সমতায় ফিরতে শেষ দিকে দুটো সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি রিয়াল। ছয় মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে মদ্রিচের কর্নার থেকে হেডে চুয়ামেনি বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল করা হয়। অন্তিম মুহূর্তে ফেরমিন লোপেস বল জালে জড়িয়ে স্বাগতিক সমর্থকদের উল্লাসে ভাসালেও গাবির হ্যান্ডবলের কারণে ভিএআর সেই গোল বাতিল করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়