শিরোনাম
◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও) ◈ সাইকেল কিনতে ৩ হাজার টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে হত্যা ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে কী বলা আছে? ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে বাংলাদেশের দুর্দান্ত জয় ◈ বিএসএফ সুপরিকল্পিতভাবে পুশইন করছে, সীমান্তে সতর্ক বিজিবি ◈ ‘যাত্রীপ্রতি ২০০ টাকা’ ঈদের সময় অতিরিক্ত ভাড়া চান বাস মালিকরা, সরকারি প্রতিক্রিয়া কি?

প্রকাশিত : ১২ মে, ২০২৫, ০৭:০২ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়ল

বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশিরা আগের চেয়ে অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা বা ডলার নিয়ে যেতে পারবেন। চিকিৎসার জন্য এখন থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার বহন করতে পারবেন। আগে যা ছিল ১০ হাজার ডলার পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে আজ সোমবার (১২ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়- চিকিৎসা ব্যয়ের জন্য ছাড় করা অর্থ সরাসরি বিদেশের হাসপাতালের নামে পাঠানো যাবে, অথবা আন্তর্জাতিক প্রিপেইড, ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে বিদেশে খরচ করা যাবে। যদিও এই ১৫ হাজার ডলারের মধ্যে একজন সর্বোচ্চ পাঁচ হাজার ডলার পর্যন্ত নগদ (নোট আকারে) নিতে পারবেন। 

এ বিষয় বাংলাদেশ ব্যাংকের আগের অন্যান্য নিয়মগুলো আগের মতোই বহাল থাকবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, পার্শ্ববর্তী দেশ ভারতে ভিসা জটিলতার কারণে এখন অনেকেই চিকিৎসার জন্য অন্যান্য দেশে যেতে বাধ্য হচ্ছেন, যেখানে চিকিৎসা ব্যয় তুলনামূলক বেশি। নতুন এই সীমা বাড়ানোর ফলে গ্রাহকরা বাড়তি ডলার পাওয়ার সুবিধা পাবেন এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য আলাদা করে আবেদন করতে হবে না— যা সময় ও ঝামেলা উভয়ই কমাবে। ফলে নতুন এই সিদ্ধান্তে বিদেশে চিকিৎসার জন্য যাওয়া রোগী ও তাদের পরিবারের কিছুটা স্বস্তি আসবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়