শিরোনাম
◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও) ◈ সাইকেল কিনতে ৩ হাজার টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে হত্যা ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে কী বলা আছে? ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে বাংলাদেশের দুর্দান্ত জয় ◈ বিএসএফ সুপরিকল্পিতভাবে পুশইন করছে, সীমান্তে সতর্ক বিজিবি ◈ ‘যাত্রীপ্রতি ২০০ টাকা’ ঈদের সময় অতিরিক্ত ভাড়া চান বাস মালিকরা, সরকারি প্রতিক্রিয়া কি? ◈ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে না ভারতে! সমস্যার কারণ পাকিস্তান ◈ বিদেশের মাটিতে পাকিস্তানের কাছে হারলো ভারত!

প্রকাশিত : ১২ মে, ২০২৫, ০৭:৫১ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৫, ১০:১২ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

সাইকেল কিনতে ৩ হাজার টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে হত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার ঘটনায় জড়িত আপন ভাগনে মো. গোলাম রব্বানী খান ওরফে তাজকে (১৪)   গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-মিরপুর বিভাগ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও  তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার বিকেল সাড়ে ৩টায় ঝালকাঠি সদরের নানুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে সোমবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ৯ মে  মো. গোলাম রব্বানী খান ওরফে তাজ যাত্রাবাড়ীর শনির আখড়ার বাসা থেকে প্রাইভেট পড়ার জন্য পাঞ্জাবি পরে বের হয়। কিন্তু সে বাসা থেকে বের হয়ে প্রাইভেট পড়তে না গিয়ে সাইকেল কেনার উদ্দেশ্যে তার বড় খালার মরিয়ম বেগমের শেওড়াপাড়ার বাসায় যায়। মরিয়ম বেগম তাকে আপ্যায়ন করার কাজে ব্যস্ত থাকে এবং সেজো খালা সুফিয়া বেগম প্লেট বাটি ধোয়া মোছা করে বারান্দার দিকে যায়। এ সুযোগে সে বড় খালার রুমে টিভির পাশে রাখা মানিব্যাগ থেকে পুরাতন সাইকেল কেনার জন্য তিন হাজার টাকা চুরি করে। চুরির ঘটনা ধরা পড়লে বড় খালা মরিয়ম তাকে বকাবকি করেন এবং তার মাকে জানানোর কথা বলে এবং তার মাকে ফোন করার জন্য মোবাইল ফোন খুঁজতে থাকে।

তিনি আরও বলেন,  সে মুহূর্তে তাজ ডাইনিং টেবিলে থাকা লেবু কাটার ছুরি দিয়ে প্রথমে বড় খালার পেটে আঘাত করে, আঘাত প্রাপ্ত হলে মরিয়ম বেগম রক্তাক্ত অবস্থায় তাকে মারতে উদ্যত হলে সে পুনরায় আঘাত করে। তার বড় খালার চিৎকার শুনে সুফিয়া বেগম পাশের রুম  থেকে এসে তাকে বাধা দেয়ার চেষ্টা করলে তাকেও একই চাকু দিয়ে পেটে একবার আঘাত করলে তিনি মেঝেতে পড়ে যান। এরপর অভিযুক্ত তাজ রান্নাঘর থেকে শিল-নড়া এনে তার বড় খালা ও সেজো খালার মাথায় কয়েকবার আঘাত করে। তারপর সে টয়লেটে গিয়ে তার হাতে ও মুখে লেগে থাকা রক্ত পানি দিয়ে পরিষ্কার করে। এরপর পাশের রুমে গিয়ে তার রক্তমাখা টি-শার্ট ও জিন্স প্যান্ট পাল্টে খালাতো বোন মিষ্টির ব্যবহৃত একটি জিন্স প্যান্ট ও তার ব্যাগে থাকা আরেকটি রঙিন টি-শার্ট ও ক্যাপ পরে নেয়। পরবর্তীতে সে বাইরে থেকে দরজা লক করে চাবি নিয়ে একটি সিএনজি করে শনির আখড়ার উদ্দেশে রওয়ানা করে। পরদিন সে ঝালকাঠি  খালাদের জানাজায়ও অংশ নেয়। পুলিশের তদন্ত কাজেও সে সহযোগিতা করে এবং নানাভাবে আড়িপাতার চেষ্টা করে। পরে ডিবি পুলিশ সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তদন্তের ভিত্তিতে তাকে শনাক্তের পর গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে দুই খালাকে খুন করেছে বলে স্বীকার করে সে। এ ঘটনায় ভিকটিম মরিয়ম বেগমের মেয়ে নুসরাত জাহান বাদী হয়ে মামলা করেন। 

মোহাম্মদ নাসিরুল ইসলাম, রাস্তায় বাসার চাবিগুলো ও তার পরিহিত ক্যাপ মেইন রোডে রাস্তার পাশে ফেলে দেয়। শনির আখড়া পৌঁছার পর চুরি করা ৩ হাজার টাকা থেকে ৪৫০ টাকা দিয়ে সিএনজি ভাড়া দেয় এবং বাকি টাকায় রক্ত লেগে থাকার কারণে রাস্তার পাশে ফেলে দেয়। শনির আখড়ায় সিএনজি থেকে নেমে আয়শা মশার মার্কেটের (ইস্টার্ন শপিং সেন্টার) তৃতীয় তলার মসজিদের ওয়াশরুমে ঢুকে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে ব্যাগে থাকা সকালে পরিহিত গোলাপী রঙের পাঞ্জাবি পুনরায় পরিধান করে। তার সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে রক্তমাখা কাপড়গুলো ভেন্টিলেটর দিয়ে ফেলে দেয়। তারপর বাসার সামনে এসে একটা বাড়ি যেখানে কেউ থাকে না, সেখানে তার জুতা জোড়া ছুড়ে মারে। তারপর বাসায় চলে যায়।

পরে তার তথ্যের ভিত্তিতে ইস্টার্ন শপিং সেন্টারের পাশের সুয়ারেজ লাইনের ওপর থেকে নীল রঙের রক্ত মাখা টিশার্ট ও ব্লু কালারের রক্ত মাখা দুটি জিন্স প্যান্ট উদ্ধার করা হয়। এর মধ্যে একটি তার ও একটি তার খালাতো বোন মিষ্টির জিন্স প্যান্ট ছিল। তার বাসার সামনে নির্জন বিল্ডিংয়ের ওপর তার ফেলে দেওয়া জুতা জোড়াও উদ্ধার করা হয়।
এক প্রশ্নের জবাবে নাসিরুল ইসলাম বলেন, এখানে অন্য কারও সংশ্লিষ্ট ছিল কি না, পারিবারিক সম্পত্তিজনিত কোনো দ্বন্দ্ব ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে গ্রেপ্তারকৃত তাজকে সোমবার ঢাকা মহানগর আদালতে প্রেরণ করা হলে সে আদালতে  স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়