এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে প্রতারণার দায়ে মনজুরুল ইসলাম মান্না নামে এক ভুয়া চিকিৎসক’কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজীত সাহা উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের কাঞ্চন রেল স্টেশন সংলগ্ন বাজারে অভিযান চালিয়ে তাকে কারাদন্ড ও জরিমানা করেন।
এব্যপাওে উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন-২০১০ অনুযায়ী ভুয়া ডাক্তার পদবি ব্যবহারের দায়ে তাকে শাস্তিস্বরুপ ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।
বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনানুযায়ী এমবিবিএস অথবা বিডিএস পাশ না করে কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারেন না। কিন্তু মনজুরুল ইসলাম মান্না নামের এই ব্যক্তি চেম্বার খুলে দীর্ঘদিন ধরে ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের চিকিৎসা দিয়ে প্রতারণা কওে আসছিলেন। এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় তার প্রেসক্রিপশনে ডাক্তার পদ লেখা পাওয়া যায়।