শিরোনাম
◈ 'মানুষের ছদ্মবেশে' পৃথিবীতে বাস করছে বহু এলিয়েন: হার্ভার্ড গবেষণা ◈ ভারী ‘মারণাস্ত্র’ থাকবে না পুলিশের কাছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চকরিয়ায় প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের চিংড়ি ঘেরে ডাকাতি! (ভিডিও) ◈ পাঁচ দফায় ইসরায়েলের দিকে দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, হতাহত বাড়ছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন কি পরমাণু আলোচনা করবে ইরান? ◈ ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র ◈ আবারও ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানি ড্রোন ◈ ইসরায়েলে হামলায় ইরানে আনন্দমিছিল (ভিডিও) ◈ ইসরায়েলকে যারা রক্ষার চেষ্টা করবে তারা হবে পরবর্তী টার্গেট, ইরানের হুমকি ◈ ভিসা জটিলতায় থমকে বাংলাদেশি পর্যটন, বিদেশ ভ্রমণে বড় বাধা অবৈধ অবস্থান ও ওভারস্টে

প্রকাশিত : ১২ মে, ২০২৫, ০৯:১৭ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএল শুরু করতে ভারতীয় বো‌র্ডের নতুন নির্দেশনা

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় আগামী সপ্তাহেই মাঠে ফিরতে পারে আই‌পিএল। গত সপ্তাহে স্থগিত হয়ে যাওয়া আইপিএল শুরু করতে সব ফ্র্যাঞ্চাইজিকে নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিসিসিআই পাঞ্জাব কিংস ছাড়া বাকি সব দলকে নির্দিষ্ট ভেন্যুতে আগামী মঙ্গলবার রিপোর্ট করার নির্দেশনা দিয়েছে। আগামী শুক্রবার আইপিএল শুরুর পরিকল্পনা তাদের। দ্রতই নতুন সূচি আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছে পাঠানো হবে বলেও জানানো হয়েছে।

আগের সূচি অনুযায়ী আইপিএল শেষের কথা ছিল ২৫ মে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, আইপিএল স্থগিত হওয়ার পর আবার তা শুরু হলে ৩০ মে পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে বিসিসিআই। ১৬ মে থেকে চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ—এই তিন ভেন্যুতে বাকি ম্যাচগুলো আয়োজনের কথা ভাবছে বিসিসিআই।

এদিকে আইপিএলের ১৮তম আসরে এখনও ১২টি ম্যাচ বাকি আছে। তাই টুর্নামেন্ট শেষ করতে বিসিসিআইয়ের অন্তত দুই সপ্তাহ সময় দরকার। কারণ, প্লে-অফ ও ফাইনাল আয়োজনেই প্রয়োজন হবে ছয় দিন। তাই একই দিনে দুই ম্যাচের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল বলেছেন, ' যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এখন আমরা আইপিএল পুনরায় শুরু ও শেষ করার সুযোগ খুঁজছি। যদি তাৎক্ষণিকভাবে আয়োজন সম্ভব হয়...তাহলে আমাদের ভেন্যু, সময়সূচি ইত্যাদি ঠিক করতে হবে। এ বিষয়ে আমরা মালিকপক্ষ, সম্প্রচারকারী সংস্থাসহ সব অংশীজনের সঙ্গে আলোচনা করব এবং পথ খুঁজব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এ বিষয়ে সরকারের সঙ্গে পরামর্শ করতে হবে।

বোর্ডের আরেক সূত্র নিশ্চিত করেছে, ' সব ফ্র্যাঞ্চাইজিকে বলা হয়েছে, তারা যেন নিজেদের দলের খেলোয়াড়দের মঙ্গলবারের মধ্যে নির্ধারিত ভেন্যুতে রিপোর্ট করতে বলে। পাঞ্জাবের একটি নিরপেক্ষ ভেন্যু থাকবে, তাই তাদের গন্তব্য এখনো চূড়ান্ত হয়নি। বোর্ড আরও ডাবল হেডার (এক দিনে দুই ম্যাচ) আয়োজনের পরিকল্পনা করছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই আইপিএল শেষ করা যায়।

এর আগে সীমান্ত উত্তেজনার কারণে আইপিএল স্থগিত করেছিল বিসিসিআই। এরপর চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদকে বাকি ম্যাচের ভেন্যু হিসেবে প্রাথমিকভাবে বেছে নেয়। তবে সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিসিসিআই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়