শিরোনাম
◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও) ◈ সাইকেল কিনতে ৩ হাজার টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে হত্যা ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে কী বলা আছে? ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে বাংলাদেশের দুর্দান্ত জয় ◈ বিএসএফ সুপরিকল্পিতভাবে পুশইন করছে, সীমান্তে সতর্ক বিজিবি ◈ ‘যাত্রীপ্রতি ২০০ টাকা’ ঈদের সময় অতিরিক্ত ভাড়া চান বাস মালিকরা, সরকারি প্রতিক্রিয়া কি?

প্রকাশিত : ১২ মে, ২০২৫, ০৮:০২ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে ৩ একর জমির লাউ গাছ কাটলো দূর্বৃত্তরা

সাইফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বর্গাচাষ করা এক কৃষক দম্পতির ৩ একর জমিতে লাগানো লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঠাকুরগাঁও সুগার মিলের জমি লিজ নিয়ে চাষ করা ওই কৃষক দম্পতি অর্থাভাবে কাজের লোক না নিতে পারলেও কৃষিকাজে তাদের সাথে থাকে স্কুল পড়–য়া সন্তানেরা।

সম্প্রতি সদর উপজেলার সালন্দর শিংপাড়া গ্রামে এ ঘটনা ঘটলে গত রোববার রাতে এ বিষয়ে আব্দুর রহিম নামের এক জনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় অভিযোগ দায়ের করেন ওই দম্পতি।

সরেজমিনে গিয়ে দেখা যায়,এসএসসি পরীক্ষার্থী সন্তান শাহেদকে সাথে নিয়ে লাউ বাগানের কাটা শুকনো গাছ পরিষ্কার করছে কৃষক দম্পতি ওমর আলি ও খুশি বেগম। বার বার চোখ মুছে নিজেদের অসহায়ত্বের কথা আওড়ে চলেছেন তারা।

কৃষক ওমর আলি জানান, সুগার মিলের প্রতি একর ৩০ হাজার টাকা দরে মোট ৩ একর জমি লিজ নিয়ে লাউ চাষ করে সে। গত দুদিন আগে সকালে লাউ ক্ষেতে গিয়ে দেখতে পান লাউ গাছের পাতাগুলো শুকিয়ে  যাচ্ছে। বাঁশের মাচার নিচে তাকিয়ে তিনি দেখেন সব গাছের গোড়া ও ডোগা কেউ যেনো কেটে দিয়েছে। ঘটনার আগের দিন পাশের জমির করল্লা ও পানি কুমড়া চুরি করতে আসা ওই গ্রামের আসমত আলির ছেলে আব্দুর রহিম ধরা খেয়ে গ্রামবাসী তাকে মারধর করে। আমিও তাকে শাসালে সে জেরেই আব্দুর রহিম আমার এ সর্বনাশ করেছে। এতে আমাদের প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার লোকসানে পড়তে হলো।

কৃষক ওমর আলির স্ত্রী খুশি বেগম জানান, অনেক কষ্ট করে জমি লিজ নিয়ে ফসল চাষ করে সন্তানদের লেখাপড়া করান তারা। এমন ক্ষতির ফলে তাদের লাভের আশা ছেড়ে আসলটা নিয়েই চিন্তায় পড়তে হবে। একদিকে জমির লিজের টাকা ও দোকানের সার ও বীজের টাকা অপরদিকে সন্তানদের লেখাপড়া সহ সংসার খরচের টাকা। সব নিয়ে চোখে যেনো অন্ধকার দেখছে তারা।

গ্রামের সাধারণ মানুষও গরিব এ বর্গাচাষী দম্পতির এমন ক্ষতির কথা মেনে নিতে পাারছেনা। গ্রামবাসীর দাবী দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করে যেভাবেই হোক কৃষক দম্পতির লোকসান ভরপাই করা। অভিযুক্ত আব্দুর রহিম বা তার পরিবারের কাউকেই বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। ঘটনার পর তারা গা ঢাকা দিয়েছে বলে জানায় এলাকাবাসী।

এই বিষয়ে উপজেলা কৃষি অফিসার নাছিরুল ইসলাম জানানবিষয়টি জানার পর ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি পাঠিাই, এবং স্থানীয় প্রশাসন সহ থানায় লেখিত অভিযোগ দিতে বলি। আমার উপজেলা কৃষি অফিস থেকে যতটুকু সম্ভব সহযোগিতা তাদের করা হবে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার ইসলাম বলেন, ‘কৃষক ওমর আলী অভিযোগ দিয়েছে। তদন্ত করে খুব দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়