আইরিন হক (যশোর): যশোর শহরে একটি নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের সময় ভেঙে পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে যশোর সার্কেট হাউস পাড়ায় ইকবাল মঞ্জিলের আট তলা বিল্ডিং এর উপরের রেলিং ভেঙে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নিহতরা হলেন, সাইড ইঞ্জিনিয়ার দিনাজপুরের বাসিন্দা আজিজুর রহমান, প্রজেক্ট ইঞ্জিনিয়ার কুষ্টিয়ার বাসিন্দা মিজানুর রহমান ও নির্মাণ শ্রমিক নূর ইসলাম।
সার্কিট হাউজপাড়ার বাসিন্দা জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ জানান, তাদের এলাকার ইকবাল মঞ্জিলটি ৬ তলা বিশিষ্ট ভবন। এর একপাশ নির্মাণ শেষ হলেও অন্যপাশ অর্থাৎ পশ্চিমপান্ত নির্মাণাধীন ছিল। নির্মাণাধীন ৫ তলার কার্নিশ ভেঙে তিনজন নিহতের ঘটনা ঘটে।
ভবনের শ্রমিক মুজিবর রহমান বলেন, কার্নিশ ভেঙে নিহত তিনজন নিচে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, নিহত তিনজনের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।