শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০৫:১৬ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়নি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেছেন প্রধান উপদেষ্টার সাথে তার সাম্প্রতিক বৈঠক ছিলো নিতান্তই সৌজন্য সাক্ষাৎ। ওই বৈঠকে সংসদ নির্বাচনের সময় ও তারিখ নিয়ে কথা হয়নি বলে জানিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার সাথে গত ২৬শে জুন সিইসি সাক্ষাৎ করেছিলেন। এ সময় তাদের মধ্যে একান্ত বৈঠকে কী আলোচনা হয়েছ তা প্রকাশের দাবি করেছিলো বিভিন্ন রাজনৈতিক দল।

এ সম্পর্কিত প্রশ্নের জবাবে সিইসি বলেছেন, দলীয় সরকার ক্ষমতায় থাকলে তখন প্রধান নির্বাচন কমিশনারের সাথে সরকার প্রধানের সাক্ষাৎ হয় না। “কিন্তু এখানে আমি যেমন নিরপেক্ষ, উনিও তেমন নিরপেক্ষ। এটা ছিলো সৌজন্য সাক্ষাৎ।”

“কোনো এজেন্ডা নিয়ে আলোচনায় যাইনি। তবে কথা প্রসঙ্গে নির্বাচন নিয়ে আসাটাই তো স্বাভাবিক। উনি জানতে চেয়েছেন যে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের প্রস্তুতি আছে কিনা। আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি, যাতে সরকার যখন চায় তখন যেন নির্বাচনটা করতে পারি,” বলেছেন তিনি।

সিইসি বলেন নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে তার কোনো আলোচনা হয়নি। “নির্বাচনের তারিখ ও শিডিউল নির্বাচন কমিশন থেকে সময়মতো জানতে পারবেন। সময় আসলে আমরা জানাবো। একটু অপেক্ষা করতে হবে।”

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তাদের সব প্রস্তুতি এখন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে।

“এখন পর্যন্ত ফোকাস জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা তো স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না। উনি জাতীয় নির্বাচনের কথাই বলেছেন,” বলেছেন তিনি।

নির্বাচন কমিশন পুনর্গঠনের যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল করেছে সে বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা উড়ে এসে জুড়ে বসিনি। আমরা তো অগাস্ট বিপ্লবের পরের ফসল। ফ্যাসিস্ট রেজিম আমাদের নিয়োগ দিয়ে যায়নি। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় আমরা নিয়োগ প্রাপ্ত”।

তিনি বলেন, এখন সবার প্রত্যাশা একটাই- কখন নির্বাচন হয়। নির্বাচনের মাস দুয়েক আগে সাধারণত তফসিল ঘোষণা করা হয় বলেও জানিয়েছেন তিনি। উৎস: বিবিসি বাংলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়