শিরোনাম
◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৯:৫০ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দুই ক্রিকেট ধারাভষ্যাকার আইপিএলে নিষিদ্ধ হচ্ছেন!

স্পোর্টস ডেস্ক ; ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জনপ্রিয় দুই ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল।কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ঘরের মাঠ ইডেন গার্ডেন্সের পিচ এবং কিউরেটরের কাজ নিয়ে সমালোচনা করে এবার বড় ধরনের বিতর্কের মুখে পড়েছেন তারা। ধারণা করা হচ্ছে,এর জের ধরে ইডেনে আইপিএলের বাকি ম্যাচগুলোতে ধারাভাষ্য দেওয়া থেকে তাদের নিষিদ্ধ করা হতে পারে। 

ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জীকে নিয়ে ভোগলে ও ডুলের মন্তব্যে ক্ষুব্ধ হয়েছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। তাদের অসন্তোষের কারণেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) নড়েচড়ে বসেছে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) অনুরোধ করেছে যেন ইডেনে কেকেআরের ম্যাচ চলাকালীন ধারাভাষ্য প্যানেলে ভোগলে ও ডুলকে না রাখা হয়। এ বিষয়ে বিসিসিআইয়ের কাছে একটি চিঠিও পাঠিয়েছে সিএবি।

মূলত,ক্রিকবাজে এক আলোচনায় সায়মন ডুল ইডেন গার্ডেন্সের কিউরেটরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি পরামর্শ দিয়েছিলেন যদি কিউরেটর স্বাগতিক দল কী ধরনের পিচ চায় সেদিকে মনোযোগ না দেন তাহলে কেকেআরের অন্য হোম ভেন্যু খুঁজে নেওয়া উচিত। ডুলের মতে কিউরেটরের কাজ খেলার ব্যাপারে মতামত দেওয়া নয় বরং ফ্র্যাঞ্চাইজির চাহিদা অনুযায়ী উইকেট প্রস্তুত করা। ডুলের সঙ্গে সহমত পোষণ করেছিলেন হার্শা ভোগলেও।

তিনিও একই আলোচনায় বলেছিলেন,ঘরের মাঠে খেলার সুবিধা হিসেবে কেকেআর তাদের স্পিনারদের (বরুণ চক্রবর্তী এবং সুনীল নারাইন) জন্য উপযুক্ত স্পিন-সহায়ক উইকেট পাওয়া উচিত ছিল,যেমনটা দল চেয়েছিল। কিন্তু বাস্তবে উইকেটটি পেস-সহায়ক হয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

যদিও সিএবি এই পুরো ঘটনায় কিউরেটর সুজন মুখার্জীর পক্ষেই অবস্থান নিয়েছে বলে জানা গেছে। তাদের ধারণা,কিউরেটর যথাযথ নির্দেশ মেনেই উইকেট প্রস্তুত করেছেন। এদিকে,সিএবির এই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে বিসিসিআই কর্তৃপক্ষ। বোর্ডের কর্মকর্তাদের একাংশের মধ্যে নাকি ভোগলে ও ডুলকে ইডেনে আর ধারাভাষ্য করতে না দেওয়ার ব্যাপারে নীতিগত সমর্থনও রয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী,এ মাসের শেষের দিকে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে। -- হিন্দুস্তানটাইমস/ চা‌নেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়