শিরোনাম
◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে নিয়ে ভাবছি না, পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই: শান্ত

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আরব আমিরাতে দুবাই স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মূল প্রতিযোগিতায় নামর আগে বাংলাদেশ পাকিস্তানের বি’ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে হেরেছে। ভারতের বিরুদ্ধে কেমন করবে বাংলাদেশ, তা নিয়ে জোড়ালো আলোচনা দেম জুড়েই। 

ক্রিকেটে শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে যোজন-যোজন এগিয়ে ভারত। তবে ছেড়ে কথা বলতে চাইবে না বাংলাদেশও। প্রতিপক্ষ নিয়ে আপাতত বেশি কিছু ভাবছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। অলআউট স্পোর্টস
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রতিপক্ষ নিয়ে ভাবার চাইতে পরিকল্পনা বাস্তবায়নের দিকেই নজর দিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। একইসঙ্গে মাঠেও শান্ত থাকতে চান তারা। যদিও ভারত-বাংলাদেশ ম্যাচের রোমাঞ্চের কথা স্বীকার করে নিয়েছেন শান্ত।

তিনি বলেন, 'ভারত বাংলাদেশের ম্যাচের তো একটা রোমাঞ্চ থাকেই। আমার মনে হয় যে প্লেয়াররা এটা নিয়ে (রোমাঞ্চ) খুব বেশি চিন্তা করে না। প্লেয়াররা নিজেদের পরিকল্পনা কীভাবে কাজে লাগাবে সেটা নিয়ে চিন্তা করে। আর মাঠে যত শান্ত থাকা যায় সেটা চেষ্টা করবে।

গত দু'মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি সাতদল যার যার মতো করে ওয়ানডে সিরিজ খেলেছে, কিন্তু এ সময়ে ঘরের মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ত ছিল বাংলাদেশের ক্রিকেটাররা। ভারতের মতো দলকে হারাতে হলে তিন বিভাগেই ভালো খেলতে হবে বাংলাদেশকে, এমনটাও মনে করিয়ে দিয়েছেন শান্ত। যদিও সাম্প্রতিক সময়ে একেবারেই ওয়ানডে খেলেনি টাইগাররা। এমনকি পাকিস্তান শাহীন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও হেরেছে তারা।

শান্ত আরও বলেন, 'আমার মনে হয় সব বিভাগেই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে.. ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। কারণ সবশেষ কয়েক বছরে ওয়ানডেতে আমরা যেভাবে খেলছি, আমার মনে হয় আমরা ভালো দল। আপনি নিজেও বললেন কন্ডিশন প্রায় একই। যেভাবে নিজেদের প্রস্তুত করেছি তাতে আমরা আত্মবিশ্বাসী। আগামীকালের ম্যাচে ভালো কিছুর আশা করছি।'

বিশেষ করে টপ অর্ডারের ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা করছেন শান্ত। ভারতকে হারাতে হলে স্কোরবোর্ডে বিশাল রানের বিকল্প দেখছেন না তিনি।

শান্ত আরও বলেন, ওয়ানডেতে উইকেট যেরকম থাকবে আমরা ওরকমই খেলার চেষ্টা করব। আমার মনে হয় ওপরের দিকে যারা খেলে ওদের লম্বা ইনিংস খেলা খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা উপরে ভালো শুরু করতে পারব তখন বড় রান করা সম্ভব। কালকে আসলে উইকেট, কন্ডিশন দেখার পরই আমরা ওভাবে সিদ্ধান্ত নেব। আমি বিশ্বাস করি আমাদের ওই ক্ষমতা আছে। আমাদের প্রস্তুতি অনুযায়ী আমরা ভালো অবস্থানে আছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়