শিরোনাম
◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বাংলাদেশের খেলার সুযোগ দেখছেন না ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক : ঘোষণা দিয়েই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। তারা এবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলবে। তবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের মতে, টুর্নামেন্টের সেমিফাইনালেও খেলতে পারবে না নাজমুল হোসেন শান্তর দল। খুব বেশি হলে গ্রুপ পর্বে বড় কোনো দলকে হারিয়ে তারা অঘটন ঘটাতে পারে।

চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া আট দলের মধ্যে কারা ফেভারিট, এ বিষয় নিয়ে শনিবার নিজের ইউটিউব চ্যানেলে একটি লাইভের আয়োজন করেন ডি ভিলিয়ার্স। সেখানেই বাংলাদেশকে নিয়ে নিজের অভিমত তুলে ধরেন তিনি। শান্তর দলকে ভারসাম্যপূর্ণ দল হিসেবে অভিহিত করেন সাবেক এই প্রোটিয়া তারকা।

বাংলাদেশ দলে অধিনায়ক শান্ত বেশ ধারাবাহিক। আমার মনে হয় অধিনায়ক হিসেবে সে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় বাংলাদেশ সমর্থকরা খুশি হবে। মুশফিকুর রহিমও অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার। তাদের নিয়ে বেশি কিছু বলার নেই। তবে তাদের খুবই ভারসাম্যপূর্ণ একটি দল বলা যায়।

তাসকিনও ডানহাতি পেসে দলকে দারুণ সহায়তা করতে পারবে। এছাড়া আমি আর কারোর ব্যাপারে কিছু বলতে পারছি মেহেদী মিরাজ ছাড়া। সে কার্যকরী এক অলরাউন্ড ক্রিকেটার। আর দীর্ঘদিন ধরে আমি মাহমুদউল্লাহর খেলা দেখতে পছন্দ করি।

তবে বাংলাদেশ দলকে ভারসাম্যপূর্ণ বললেও এটিকে শিরোপা জিততে পারে এমন দল মনে করেন না ডি ভিলিয়ার্স। গত আসরের সেমি-ফাইনালিস্টরা এবার সে পথে যেতে পারবে না বলে জানান তিনি।

আমার মনে হয় না এটি একটি টুর্নামেন্ট জিততে পারার মতো দল এবং এটা শুনতে রূঢ় মনে হতে পারে। তবে তাদের অবশ্যই বড় দলগুলোর বিপক্ষে অঘটন ঘটানোর সামর্থ্য আছে। সত্যি বলতে আমি মনে করি না তারা নকআউট পর্বে যেতে পারবে। আমি জানি বাংলাদেশ সমর্থকরা আমাকে এজন্য অপছন্দ করবে। তবে আমি দুঃখিত যে, তারা নকআউট পর্বে যেতে পারবে না। কিন্তু বড় কোনো দলকে হারিয়ে অঘটন ঘটাবে। আট বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউ জিল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়