শিরোনাম
◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪, ১২:২৯ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই আফগানের ঝড়ে সাকিবের বাংলা টাইগার্সের বড় জয়

স্পোর্টস ডেস্ক: দারুণ খেলেছে সাকিবের দল বাংলা টাইগার্স। হেসেখেলে জয়ী হয়েছে তারা। আবুধাবির টি-টেন লিগে টানা দুই ম্যাচ হারের পর দিল্লি বুলসকে ৭ উইকেটে হারিয়েছে জয়ের ধারায় ফিরেছে বাংলা টাইগার্স। নিজেদের চতুর্থ ম্যাচে তারা রীতিমতো উড়িয়ে দিয়েছে নর্দান ওয়ারিয়র্সকে। আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ১০৭ রান করে নর্দান।

সেই লক্ষ্য ৭.৫ ওভারেই ১০ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় বাংলা টাইগার্স। দলটির হয়ে ২৩ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন হজরতউল্লাহ জাজাই। আর মোহাম্মদ শাহজাদ ২৫ বলে ৫৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত।

জাজাই তার ইনিংসে ৫টি ছক্কার সঙ্গে মেরেছেন ৩টি চার। আর ২ ছক্কা আর ৮ চারে নিজের ইনিংস সাজিয়েছেন শাহজাদ। এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা টাইগার্স। নর্দানের ওপেনার ব্র্যান্ডন কিংকে বোল্ড করে আউট করেছিলেন রশিদ খান।

৯ বলে মাত্র ১২ রান আসে তার ব্যাট থেকে। এরপর জনসন চার্লস আউট হন ১৮ রান করে। এরপর শুরু হয় নর্দানের ব্যাটারদের আসা যাওয়া। একে একে তারা হারায় শেরফানে রাদারফোর্ড (৭), আজমতউল্লাহ ওমরজাই (৪) ও জিয়াউর রহমানের উইকেট।

যদিও একপ্রান্ত আগলে রেখে ২৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন কলিন মুনরো। তার এই ইনিংসে ভর করেই লরাইয়ের সংগ্রহ পায় নর্দান। রশিদের সঙ্গে ২টি করে উইকেট পান ইফতিখার আহমেদ। আর একটি উইকেট নেন ডেভিড পেইন। এদিন সাকিব আল হাসান এক ওভার বোলিং করলেও ৯ রান খরচার কোনো উইকেট পাননি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়