শিরোনাম
◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৪, ১১:২০ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা দুই হারের পর জয়ের দেখা পেলো বাংলা টাইগার্স

স্পোর্টস ডেস্ক: আবুধাবির টি-টেন লিগে টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখল সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। এ দিন বল হাতে একেবারেই ব্যর্থ ছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তবুও দিল্লি বুলসকে ৭ উইকেটে হারিয়েছে তার দল।

শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে দশ ওভারে ছয় উইকেটে ১২৩ রান করে দিল্লি। লিভিংস্টোনের ঝড়ো হাফ সেঞ্চুরিতে দিল্লির দেয়া ১২৪ রান ছুঁয়ে ফেলে বাংলা টাইর্গাস। লক্ষ্য তারা করতে নেমে হজরতুল্লাহ জাজাই খেলেন ২৪ রানের ইনিংস। ক্রিকফ্রেঞ্জি

১৪ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন শানাকা। এরপরের গল্পটা শুধুই লিয়াম লিভিংস্টোনের। মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি তোলেন তিনি, জেতান দলকেও। দারুণ ইনিংসে তিনটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি।
এ দিন ব্যাটিংয়েই নামতে হয়নি অধিনায়ক সাকিব আল হাসানকে। এর আগে দিল্লির দুই ওপেনার শুরুতেই বিদায় নেন। জেমস ভিন্স এবং রভম্যান পাওয়েল ঝড়ো গতিতে রান বাড়াতে থাকেন। এ দিন চতুর্থ ওভারে বল হাতে নেন সাকিব।

তার প্রথম বলেই ছক্কা হাঁকান পাওয়েল। পরের বলে আবারও ছয় হাঁকান ক্যারিবিয়ান এই ব্যাটার। তৃতীয় বলে পাওয়েল সিঙ্গেলস নিলেও ওভারটি বাজেভাবে শেষ করেন সাকিব। কেননা ভিন্স স্ট্রাইকে গিয়ে শেষ তিন বলে তিনটি চার হাঁকান।

সাকিবের এক ওভার থেকেই এই দুই ব্যাটার তোলেন ২৫ রান। শেষ দিকে দাসুন শানাকার এক ওভার থেকে দেন ৩৩ রান। দিল্লির হয়ে ১৬ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন নিখিল চৌধুরি। বাংলা টাইগার্সের হয়ে দুটি করে উইকেট নেন ডেভিড পাইন ও জশুয়া লিটল। দুই ওভারে মাত্র চার রান খরচায় এক উইকেট নেন রশিদ খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়