শিরোনাম
◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪, ০৮:৫৬ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় ক্রিকেট লিগ, দেড়দিনে রাজশাহীর বিরুদ্ধে ইনিংসে জিতলো ঢাকা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিভাগ পরপর দু’বার জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে রাজশাহী বিভাগকে ব্যাটিংয়ে গুঁড়িয়ে দিয়েছে। দিনের খেলা বাকি থাকতে ইনিংস এবং ১১ রানের জয় পেয়েছে ঢাকা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ইনিংসে সুমন খানের তোপে মাত্র ৪২ রানে অলআউট হয় রাজশাহী। ব্যাটিংয়ে ১৮১ রানে অলআউট হওয়ার পর রাজশাহীকে দ্বিতীয় ইনিংসে ১২৮ রানে অলআউট করে ঢাকা।

১৩৯ রানে পিছিয়ে থাকলেও ম্যাচটি রাজশাহী হেরেছে মূলত এনামুল হকের অসাধারণ বোলিংয়ে। এ দিন ৫ উইকেট নিয়েছেন ঢাকার এই বোলার। ইনিংস ব্যবধানে জয় পাওয়ায় বোনাসসহ ৯ পয়েন্ট পেয়েছে ঢাকা।

এক উইকেটে ১৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল রাজশাহী। এনামুলের দারুণ বোলিংয়ের সামনে একপ্রান্ত কিছুক্ষণ আগলে রেখেছিলেন তানজিদ হাসান। ছয়টি চারে ৫২ বলে ৩৮ রান করে এই ওপেনার।

যদিও তিন বলের মধ্যে তানজিদ ও মিজানুর রহমানকে আউট করে ম্যাচটা একপেশে করে দেন এনামুল। মেহেরব শেষদিকে চেষ্টা করেও লাভ হয়নি। ৩৪ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটার। রিপন মন্ডল নেন ৩টি উইকেট।

জাতীয় লিগের ছয়টি ম্যাচে দুটি জয় এবং চারটি ৪ ড্র করেছে ঢাকা। এবারের জাতীয় দলে দুই নম্বরে উঠে এসেছে দলটি। ছয় রাউন্ড শেষে একটি ম্যাচ জিতেছে রাজশাহী। সঙ্গে একটি ড্র ও চারটি পরাজয় থাকায় ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম অবস্থানে আছে রাজশাহী।

প্রত্যাশিতভাবেই ম্যাচসেরার পুরষ্কার জিতে নেন প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ মাত্র ১৮ রানে ৭ উইকেট নেয়া সুমন। আগের দিন তার নৈপুণ্যেই নাকানি চুবানি খেয়েছিল রাজশাহী।

আজ ঝলক দেখিয়েছেন এনামুল। তার পাঁচটি উইকেট এসেছে মাত্র ৫৪ রান খরচায়। চলতি লিগে এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পেয়েছেন তিনি। এবারের লিগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন তিনি। সবগুলো ম্যাচ খেলে ৩২ উইকেট নিয়েছেন এই পেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়