শিরোনাম
◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ০৬:১৩ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্লোবাল সুপার লিগে দল পেলেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব

নিজস্ব প্রতিবেদক: ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের আসর গ্লোবাল সুপার লিগ শুরু হচ্ছে পাঁচ দেশের পাঁচটি দল নিয়ে। দল পেয়েছেন তানজিম হাসান সাকিব। বাংলাদেশের এই পেসারকে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা আমাজন ওয়ারিয়র্স।

আগামী ২৬ নভেম্বর প্রথমবারের মতো মাঠে গড়াবে গ্লোবাল সুপার লিগ। প্রথম আসরে বাংলাদেশ থেকে অংশ নেবে রংপুর রাইডার্স। রংপুর ও গায়ানার পাশাপাশি এই টুর্নামেন্টে অংশ নেবে পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া।

গায়ানার হয়ে সুযোগ পাওয়ার বিষয়টি দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তানজিম নিজেই। তবে টুর্নামেন্টে ডানহাতি এই পেসারের খেলা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। কারণ সে সময় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকবে বাংলাদেশ। সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। টেস্ট সিরিজ দিয়ে সফরটি শুরু হবে আগামী ২২ নভেম্বর।

গ্লোবাল সুপার লিগের প্রতিটি ম্যাচ হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম। ১১ ম্যাচের এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অন্যের সঙ্গে খেলবে। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল ফাইনাল খেলবে আগামী ৭ ডিসেম্বর।

এখন পর্যন্ত বিদেশের কোনো লিগে না খেলা তানজিম জাতীয় দলের হয়ে ১৫ টি-টোয়েন্টি ম্যাচে উইকেট নিয়েছেন ২০টি। কাঁধের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে বুধবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে নেই এই পেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়