শিরোনাম
◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ◈ দ্বৈত নাগরিকেরা স্থানীয় নির্বাচ‌নে প্রার্থী হতে পারলেও সংসদ নির্বাচনে কেন পারেন না?  ◈ বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান ◈ প্রথমবারের মতো জনপরিসরে বক্তব্য দিলেন জাইমা রহমান, যা বললেন তিনি (ভিডিও) ◈ চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ারের প্রার্থিতা বাতিল

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ১২:১৩ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও ছাদখোলা বাসে বরণ করা হবে বাংলাদেশ নারী দলকে!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের মেয়েরা স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। এর আগে টানাতো বটেই, কখনো কোনো খেলায় দু’বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব জয়ের রেকর্ড ছিল না বাংলাদেশের। 

এদিকে টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জেতায় সাবিনা-সানজিদা-তহুরাদের আবারো ছাদ খোলা বাসে বরণ করা হবে বলে জানা গেছে। যদিও বাংলাদেশ দল আগামীকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করবেন মনিকা-ঋতুপর্ণারা। যেহেতু সময় কম, তাই আদৌ সেটি সম্ভব হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েই যাচ্ছে। 

সালাউদ্দিন পরবর্তী সময়ে বাফুফে পেয়েছে নতুন সভাপতি। গত শনিবার (২৬ অক্টোবর) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তাবিথ আউয়াল। বর্তমানে তিনি দক্ষিণ কোরিয়ায় এএফসির অনুষ্ঠানে অংশ নিতে সেখানে অবস্থান করছেন। 

সেখান থেকেই ছাদখোলা বাসের বিষয়ে তিনি জানান, আমরা চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। সময়টাও খুবই কম। অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি। 

তবে মেয়েদের এমন জয়ে তাবিথ তার ভেরিফাইড ফেসবুক পেজে অভিনন্দন জানিয়ে লিখেন, ‘অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!!’ 

আরও লিখেছেন, নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী ফুটবল দল। পুরো দেশের মানুষ আজ আমাদের নারী ফুটবলারদের নিয়ে গর্বিত, আমরা আনন্দিত। নতুন বাংলাদেশের যাত্রায় এই জয় আমাদের আরও ঐক্যবদ্ধ করবে, যে কোনো প্রতিকূলতা জয়ে এই নারী চ্যাম্পিয়নরা আমাদের অনুপ্রাণিত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়