শিরোনাম
◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি ◈ লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ: সন্দেহভাজন হামলাকারীর প্রথম চিত্র প্রকাশ ◈ হাসিনার ন্যায়বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’ ◈ লালকেল্লা বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে সর্বোচ্চ ভারতের সতর্কতা জারি ◈ বিশ্বকাপের নিয়মে একাধিক বদল আনতে চাইছে ফিফা ◈ সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে 

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ১০:৩৭ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার অধিনায়ক হলেন চারিথ আসালাঙ্কা

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছাড়েন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। মাত্র ৬ মাসের দায়িত্ব পালন শেষেই অধিনায়কত্ব ছাড়েন তিনি। এবার এই ফরম্যাটে লঙ্কান দলের নতুন অধিনায়কের দায়িত্ব পেলেন চারিথ আসালাঙ্কা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অধিনায়কত্বের যাত্রা শুরু করবেন এই ব্যাটার।

আসালাঙ্কা অবশ্য এর আগেও শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন। এ বছরের শুরুতে লঙ্কান অলরাউন্ডার হাসারাঙ্গা নিষিদ্ধ থাকার সময় বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে অধিনায়ক ছিলেন তিনি। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলেরও অধিনায়ক ছিলেন আসালাঙ্কা। সম্প্রতি লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসকে শিরোপাও জিতিয়েছেন এই ক্রিকেটার।

আগামী শনিবার ক্যান্ডির পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে লঙ্কানদের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে  দেশটির ক্রিকেট বোর্ড। চমক দিয়ে দীর্ঘ দুই বছর পর লঙ্কানদের টি-টোয়েন্টি দলে ফিরেছেন দিনেশ চান্দিমাল। তবে আসন্ন সিরিজের দলে জায়গা পাননি আরেক অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। -যমুনা

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, চামিন্দু বিক্রমাসিংহে, মাতিশা পাথিরানা, নুয়ান তুশারা, দুষ্মন্ত চামিরা ও বিনুরা ফার্নান্ডো।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়