শিরোনাম
◈ ১০ জনের চেলসির সঙ্গে জিত‌তে পার‌লো না আ‌র্সেনাল ◈ শেখ হাসিনার ‘একযোগে প্রকাশিত’ ভারতীয় সাক্ষাৎকারে প্রশ্নের ঝড়: সাংবাদিকতার নৈতিকতা নিয়ে তীব্র বিতর্ক ◈ তিন মাচ হা‌রের পর ইং‌লিশ লি‌গে জ‌য়ে ফির‌লো লিভারপুল  ◈ চীনের কাছে ৪ গো‌লে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের  ◈ কা‌রো চা‌পের মু‌খে রা‌শিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বন্ধ করবে না নয়াদিল্লি ◈ নেতানিয়াহুর ক্ষমা আবেদনের বিরুদ্ধে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ ◈ সিরাজগঞ্জে রাতের অন্ধকারে রহস্যময় পরীর দেখা, এলাকায় চাঞ্চল্য ◈ শচীনকে টপকে বিশ্ব রেকর্ড গড়লেন কোহলি ◈ যেভাবে জাতীয় মহামারিতে রূপ নিলো অর্থপাচার ◈ সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৩ জুন, ২০২৪, ০৩:৩৩ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২৪, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোপায় ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে চমক দেখালো ভেনেজুয়েলা

স্পোর্টস ডেস্ক: ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ হিসেবে কখনো বিশ্বকাপ খেলার সুযোগ হয়নি। ফিফা র‌্যাঙ্কিংয়ে ইকুয়েডরের থেকে অনেক পিছিয়ে ভেনেজুয়েলা। সেই দলটার কাছে এবার হেরে বসলো ইকুয়েডর। কোপায় ৪৮তম আসরে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পায় ভেনেজুয়েলা।

রোববার (২৩ জুন) ম্যাচের শুরুতে ভেনেজুয়েলাকে চেপে ধরলেও গোল করতে পারেনি ইকুয়েডর। ১২ ও ১৯তম মিনিটে অন টার্গেটে শর্ট করলেও তা রুখে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমো। ২২তম মিনিটে মার্টিনেজকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া। ১০ জনের দলে পরিণত হয়ে খেই হারায় তারা।

ম্যাচের ৪০তম মিনিটে জেরেমি সারমিনতোর দারুণ শট গোলে পরিণত হলে ১০ জনের দল নিয়েই ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর। -জাগোনিউজ

দ্বিতীয়ার্ধে গোলের জন্য চাপ সৃষ্টি করতে থাকে ভেনেজুয়েলা। ৬৪ মিনিটে জোনিডার কাদিজের গোলে ১-১ এ সমতায় ফেরে দলটি। ৭৪ মিনিটে বেলা দারুণ এক গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ভেনেজুয়েলার ইতিহাসে এই প্রথম কোনো কোপার ম্যাচে এক গোল হজম করার পরেও ম্যাচ জিতলো তারা।

শেষ দিকে ইকুয়েডর কিছু গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো আলোর মুখ দেখেনি। ফলে ১-২ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে ইকুয়েডর।

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়