শিরোনাম
◈ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার সমর্থনের কারণ জানালো সরকার ◈ পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে সাভারে ২ জনের মরদেহ উদ্ধার ◈ ফাঁকা আসনে প্রার্থী ও যৌথ ইশতেহার চূড়ান্তের পথে ১০ দলীয় জোট ◈ যুক্তরাষ্ট্রকে অনায়াসেই হারাল বাংলাদেশ ◈ ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ◈ রোহিঙ্গা সংকট: আদালতের রায় নয়, প্রত্যাবাসনই বড় চ্যালেঞ্জ ◈ পার্টি নিষিদ্ধ, ব্যক্তি নয়: লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি মাছউদ ◈ আফ্রিকা কাপ অব নেশন্স ফাইনাল রাতে মুখোমুখি মরক্কো ও সেনেগাল ◈ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করা হবে : তারেক রহমান ◈ প্রার্থী বা এজেন্টদের দেওয়া খাবার খেতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৮:৫০ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কেউ জয় পেতে পারতো: মার্করাম

শামীম হাসান: সোমবার বাংলাদেশের বিপক্ষে নাটকীয় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলা অনেকটা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে মাত্র ১১৩ রান করলেও বাংলাদেশকে  ১০৯ রানে তারা আটকে দেয়। ৪ রানে জয় পেয়ে তারা টানা তৃতীয় জয় পেয়েছে। 

টানটান উত্তেজনায় শেষ ম্যাচটি। দক্ষিণ আফ্রিকা যেমন জয় পেয়েছে, জয়ের হাসিটা বাংলাদেশও হাসতে পারতো। বিশেষ করে ১৯তম ওভারের পঞ্চম বলটি ফুল টস হওয়ায় বাংলাদেশের সামনে জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। মাহমুদউল্লাহ'র নেওয়া শটের বলটা আরো দুই মিটার বেশি দূরত্বে গেলে বাংলাদেশ শেষ হাসি হাসতে পারতো। ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম সে কথাই বলেছেন। 

এইডেন মার্করাম বলেন, ম্যাচে যে কেউ জয় পেতে পারতো। ১৯.৫তম ওভারের বলটা আরো দুই মিটার বেশি গেলে আমরা এখন ভিন্ন আলোচনা করতাম। এদিন অবশ্য খুব বেশি কিছু আমাদের হয়ে কাজ করেনি। এমন একটা দিন ছিল যেখানে আমাদের পেসাররা ভালো বোলিং করেছে। আমরা ম্যাচটাকে শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে যেতে চেয়েছিলাম। শেষ ওভারে যে কোনো কিছু হতে পারতো।

মার্করাম আরো বলেন, আমাদের টপ অর্ডার ব্যাটাররা ভালো করতে না পারায় ক্লাসেন ও মিলারের ওপর চাপ পড়েছিল। সে চাপটা তারা ভালোভাবে সামাল দিয়েছে। তারা দারুণ একটা জুটি গড়েছে। গুরুত্বপূর্ণ রান স্কোর বোর্ডে জড়ো করেছে। যার ওপর ভর করে আমাদের জয় এসেছে। ক্লাসেন ফর্মে ফিরেছে এটা আমাদের জন্য দারুণ ব্যাপার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়