শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৮:৫০ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কেউ জয় পেতে পারতো: মার্করাম

শামীম হাসান: সোমবার বাংলাদেশের বিপক্ষে নাটকীয় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলা অনেকটা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে মাত্র ১১৩ রান করলেও বাংলাদেশকে  ১০৯ রানে তারা আটকে দেয়। ৪ রানে জয় পেয়ে তারা টানা তৃতীয় জয় পেয়েছে। 

টানটান উত্তেজনায় শেষ ম্যাচটি। দক্ষিণ আফ্রিকা যেমন জয় পেয়েছে, জয়ের হাসিটা বাংলাদেশও হাসতে পারতো। বিশেষ করে ১৯তম ওভারের পঞ্চম বলটি ফুল টস হওয়ায় বাংলাদেশের সামনে জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। মাহমুদউল্লাহ'র নেওয়া শটের বলটা আরো দুই মিটার বেশি দূরত্বে গেলে বাংলাদেশ শেষ হাসি হাসতে পারতো। ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম সে কথাই বলেছেন। 

এইডেন মার্করাম বলেন, ম্যাচে যে কেউ জয় পেতে পারতো। ১৯.৫তম ওভারের বলটা আরো দুই মিটার বেশি গেলে আমরা এখন ভিন্ন আলোচনা করতাম। এদিন অবশ্য খুব বেশি কিছু আমাদের হয়ে কাজ করেনি। এমন একটা দিন ছিল যেখানে আমাদের পেসাররা ভালো বোলিং করেছে। আমরা ম্যাচটাকে শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে যেতে চেয়েছিলাম। শেষ ওভারে যে কোনো কিছু হতে পারতো।

মার্করাম আরো বলেন, আমাদের টপ অর্ডার ব্যাটাররা ভালো করতে না পারায় ক্লাসেন ও মিলারের ওপর চাপ পড়েছিল। সে চাপটা তারা ভালোভাবে সামাল দিয়েছে। তারা দারুণ একটা জুটি গড়েছে। গুরুত্বপূর্ণ রান স্কোর বোর্ডে জড়ো করেছে। যার ওপর ভর করে আমাদের জয় এসেছে। ক্লাসেন ফর্মে ফিরেছে এটা আমাদের জন্য দারুণ ব্যাপার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়