শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৪, ০৫:৩৭ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৪, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এজেন্ট ফি বাবদ ৭৫ মিলিয়ন পাউন্ডেরও বেশি ব্যয় করেছে চেলসি

স্পোর্টস ডেস্ক: এজেন্ট ও মধ্যস্থতাকারী ফি বাবদ ট্রান্সফার চুক্তিতে চেলসি ৭৫ মিলিয়ন পাউন্ডেরও বেশি ব্যয় করেছে। ফুটবল অ্যাসোসিয়েশনের এক পরিসংখ্যানে এ দেওয়া হয়েছে। জানা গেছে চলতি বছরের ১ ফেব্রুয়ারির আগ পর্যন্ত গত এক বছরে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এ খাতে সর্বমোট ৪০৯.৫৯ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে। যার মধ্যে সর্বোচ্চ ব্যয় চেলসির। ২০২২-২৩ মৌসুমের তুলনায় এই ব্যয়ের পরিমাণ বেড়েছে প্রায় ৩১৮.২ মিলিয়ন পাউন্ড।

গত দুই ট্রান্সফার মার্কেটে মোয়েসিস কেইসেডো, ক্রিস্টোফার এনকুকু, রোমেও লাভিয়া, নিকোলাস জ্যাকসন ও কোল পালমারকে দলে ভেড়াতে চেলসি এজেন্ট ফি বাবদ ৭৫,১৪০,৪৫২ পাউন্ড ব্যয় করে এই তালিকায় শীর্ষে রয়েছে। তবে এই অর্থ ব্যয় করেও মরিসিও পোচেত্তিনোর দল প্রিমিয়ার লিগে সফল হতে পারেনি। লিভারপুল দলের কাছে লিগ কাপের ফাইনালে হেরেছে তারা।

এর আগের বছর তালিকায় এজেন্ট ফি ব্যয় বাবদ শীর্ষে ছিল ম্যানচেস্টার সিটি। এবার ৬০.৬৩ মিলিয়ন পাউন্ড ব্যয় করে তারা দ্বিতীয় স্থানে নেমে গেছে। এ খাতে ম্যানচেস্টার ইউনাইটেড ব্যয় করেছে ৩৪.০৫ মিলিয়ন পাউন্ড। অন্যদিকে, লিভারপুল ও আর্সেনাল ব্যয় করেছে যথাক্রমে ৩১.৫০ মিলিয়ন ও ২৪.৭৬ মিলিয়ন পাউন্ড। গত বছর প্লে-অফ খেলে প্রিমিয়ার লিগে উন্নীত লুটন সর্বনিম্ন ২.০২ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে। -চ্যানেল২৪

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়