শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০১:৩৭ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৪, ০১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেফিল্ডকে ৬-০ গোলে উড়িয়ে রেকর্ড গড়লো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইটা জমিয়ে তুলতে সব কিছুই করছে আর্সেনাল। গত মাসে ওয়েস্টহ্যামকে তাদের মাঠে হারিয়েছিল ৬-০ গোলে। অ্যাওয়ে ম্যাচে বার্নলিকে হারায় ৫-০তে। এবার শেফিল্ড ইউনাইটেডের মাঠে ৬-০ গোলে হারিয়ে রেকর্ড গড়লো আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা তিন অ্যাওয়ে ম্যাচে পাঁচ বা তার বেশি গোলে জয়ের ইতিহাস লেখালো মিকেল আর্তেতার দল।

ম্যাচের পঞ্চম মিনিটে মার্টিন ওডেগার্ডের গোলে শুভ সূচনা হয় আর্সেনালের। খেলার প্রথমার্ধেই স্কোর লাইন করে ৫-০। ১৩তম মিনিটে জেইডেন বোগলের আত্মঘাতী গোলে স্কোর হয় ২-০। ১৫ মিনিটে গোল করেন মার্টিনেল্লি, ২৫ মিনিটে হাভের্তজ ও ৩৯ মিনিটে ডেক্লান রাইসের গোলে আসে পঞ্চমটি।

বিরতির পর ৫৮ মিনিটে ষষ্ঠ গোলটি করেছেন বেন হোয়াইট। টানা সাত জয়ে আর্সেনালের গোল সংখ্যা দাঁড়িয়েছে ৩১টি। যা তাদের সুবিধাজনক জায়গাতেও রাখছে। বিশেষ করে শিরোপা নির্ধারণে গোল গড় বিবেচনায় নিলে এটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। বাংলা ট্রিবিউন

এখন পর্যন্ত শীর্ষস্থানে থাকা লিভারপুলের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে তারা। ২৭ ম্যাচ খেলে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। সমান ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। তিনে থাকা গানারদের পয়েন্ট ৬১। অ্যানফিল্ডে লিভারপুল-ম্যানসিটি ম্যাচের আগে শীর্ষস্থানে যাওয়ার সুযোগ আছে আর্সেনালের। রিপোর্ট: আহমেদ ফয়সাল

এফএ/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়