শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৩:৫০ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : সাদেক আলী

সংকট দেখা দেওয়ার কারণেই মানুষ জেগে উঠেছে: নোমান

আবদুল্লাহ আল নোমান

শাখাওয়াত মুকুল: দেশে সংকট দেখা দেওয়ার কারণেই মানুষ জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, সারাদেশে মানুষ এখন তাদের অধিকার ফিরে পেতে আন্দোলন করছে। মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় মানুষ।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আবদুস সালাম হলে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

‘প্রাণিখাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি : বিপর্যস্ত পোল্ট্রি ও ডেইরি খামার’ শীর্ষক সেমিনারের আয়োজন করে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) ঢাকা মহানগর উত্তর শাখা।

আবদুল্লাহ আল নোমান বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশে সরকারের পতন ঘটবে কি না এখনই বলতে পারি না। তবে পরিবর্তনের আশায় দেশের মানুষের প্রত্যাশা বিএনপির চেয়েও বেশি। ইনশাআল্লাহ আমরা আন্দোলনে জয়ী হব।

তিনি আরও বলেন, আমরা মৎস্য সম্পদ উন্নয়নের জন্য আলাদা বাজেট বরাদ্দ দিয়েছিলাম। কারণ আমাদেরকে আরও বেশি গবেষণা করতে হবে। উৎপাদন ও সরবরাহ সমন্বয় করতে হবে। সরকার যাবে আসবে। কিন্তু দেশের উন্নয়নের জন্য উৎপাদন বাড়াতে হবে। রপ্তানিমুখী উৎপাদন বাড়াতে হবে। তা না হলে সংকটের সমাধান হবে না।

সেমিনারে আরও বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অ্যাব এর কেন্দ্রীয় আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, সদস্য সচিব ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

অ্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি কৃষিবিদ শফিউল আলম দিদারের সভাপতিত্বে সেমিনারে সংশ্লিষ্ট বিষয়ের প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহসানুল হক। সেমিনারে সঞ্চালনা করেন অ্যাব ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক কৃষিবিদ সানোয়ার আলম।

এসএম/এনএইচ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়