মনিরুল ইসলাম: বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতি মন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ।বুধবার বিকালে গুলশানে চেয়ারম্যানের কারযালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন তিনি।
এর আগে গতকাল অধ্যাপক আবু সাইয়িদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করেন।
অধ্যাপক আবু সাইয়িদ বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। তিনি পাবনা-১ আসনে ১৯৭৩ সালে প্রথম সংসদে এবং ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯৬ সালে শেখ হাসিনার সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন।
এছাড়া অধ্যাপক সাইয়িদ ১৯৯১ সালে পঞ্চম সংসদে বাকশালের প্রার্থী, ২০০১ সালে অষ্টম সংসদে আওয়ামী লীগের প্রার্থী, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবং ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে প্রার্থী হয়ে পরাজিত হন।
অধ্যাপক আবু সাইয়িদ জানান, পাবনা-১ আসনে প্রার্থী হয়েছে স্বতন্ত্র হিসেবে। নির্বাচনে প্রার্থী হয়েছি। দল বললে নির্বাচনে থাকবো।