২৫৯ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এসব প্রার্থী হাতপাখা প্রতীক পেয়েছেন।
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট ভেঙে যাওয়ার পর ২৬৮ আসনে একক নির্বাচনের সিদ্ধান্ত জানিয়েছিল দলটি। বাকি ৩২ আসনে অন্য প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা ছিল।
তবে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে দলটি জানায়, নির্বাচন কমিশনের বাছাইপর্ব শেষে এবং পারস্পরিক সম্মানে কিছু আসনে প্রার্থী প্রত্যাহার শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৯ আসনে হাতপাখা প্রতীকে নির্বাচন করবেন তারা।
হাতপাখার প্রার্থীদের তালিকা








