শিরোনাম
◈ নির্বাচনকে সামনে রেখে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৪:২৭ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২৬, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মব করে বর্তমানে জনমত প্রভাবিত করার দিন শেষ: জামায়াত আমির

রাজধানীর মিরপুরের পীরেরবাগে জামায়াতের নারী কর্মীদের হেনস্তা ও হামলায় ক্ষোভ প্রকাশ করে দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পৃথিবীর মানুষ এখন অনেক সচেতন। মব করে বর্তমানে জনমত প্রভাবিত করার দিন শেষ।

বুধবার (২১ জানুয়ারি) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবেন। তারা ব্যবস্থা নেবেন। কিন্তু কোনো ব্যক্তি বা দলের এখতিয়ার নাই মব সৃষ্টি করার। জামায়াত নোংরা মবের নিন্দা জানায় বলেও উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা দেখতে চাই মব যেনো এখানেই শেষ হয়।

তিনি বলেন, সবাই জনগণের কাছে যাবে, নিজের বক্তব্য উপস্থাপন করবে এবং দলের অঙ্গীকারগুলো সামনে আনবে। একইসাথে নিজের চরিত্র ও কার্যক্রম নিয়ে উপস্থিত হবে। এরপর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনা করে কার ওপর আস্থা রাখবে, সেই সিদ্ধান্ত জনগণের। 

জামায়াত আমির বলেন, আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট। আমরা একটা দুর্নীতি ও দুঃশাসন মুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই। যেই সমাজে ফ্যাসিজম আর ফিরে আসবে না। ঠিক এই উদ্দেশ্যে দু'টো নির্বাচনে আমরা একসাথে অংশগ্রহণ করবো।     

৩শ' আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের সকলের প্রতি অনুরোধ করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রতি আস্থা রাখুন। জনগণকে শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে তার ভোট পছন্দ মতো প্রতীক ও বাক্সে পৌঁছানোর সুযোগ দিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়