শিরোনাম
◈ গণভোট আগে না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না: তাহের ◈ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, রায়ের দিন ধার্য হবে কাল ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা, প্রশ্ন প্রধান বিচারপতির ◈ সচল ১৬ স্থলবন্দরে ১ কোটি ৫২ লাখ টন পণ্য আমদানি, ৮ বন্দর নিষ্ক্রিয় ◈ ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ◈ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর, জার্মান রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ ১২ নির্দেশনা মানতে হবে সেন্টমার্টিন দ্বীপে যেতে  ◈ সরকারের দলীয় উপদেষ্টা ও প্রশাসনের ব্যক্তিদের বদলাতে হবে: আনিসুল ইসলাম মাহমুদ ◈ এএফ‌সি কা‌পের বাছাই‌য়ে ভারতের বিরু‌দ্ধে খেলার আ‌গে আফগানিস্তানের স‌ঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ ট্রফির দরকার হ‌লে পু‌রো দল দুবাই এসে নিয়ে যাও, ভারতের মেইলের জবাবে এ‌সি‌সি প্রধান মহ‌সিন নাকভি

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৩৬ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০২ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

শাওনের মৃত্যুতে গণঅভ্যুত্থান ঘটেছে: মির্জা ফখরুল

সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম

শাখাওয়াত মুকুল: বিএনপি মহাসচিব বলেছেন, রক্ত দেখিয়ে হত্যা করে, গুম করে, ত্রাসের রাজত্ব সৃষ্টি করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে চায়। মুন্সিগঞ্জে বিএনপির কর্মসূচীতে গুলি করে শুধু হত্যা করে শেষ করেনি। সেখানে নেতাদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ ও তাদের নামে মামলা করেছে। ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। শাওনের মৃত্যুতে মানুষের অভ্যুত্থান ঘটেছে। এই অভ্যুত্থান আর থামাতে পারবেন না। 

মুন্সিগঞ্জের মীরকাদিম পৌর যুব দলের সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাওনকে হত্যার প্রতিবাদে শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, মিথ্যাচার করে প্রতারণা করে জনগণকে বোকা বানিয়েছে আওয়ামী লীগ সরকার। মানুষ আর তাদের দেখতে চায় না। তারা বিএনপির ৩৫ লাখ নেতা কর্মীর নামে মামলা করে, সহস্রাধিক নেতাকে গ্রেফতার করেছে। শাওনের বাবাকে ভয় দেখাচ্ছে তারা। তার ছেলেকে বিএনপির নেতারা মেরেছে বলে স্বীকারোক্তি দিতে চাপ সৃষ্টি করেছে। 

তিনি বলেন, জনগণের দাবিতে গত দেড় মাস ধরে আমরা আন্দোলন করছি। এই আন্দোলনে ৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলেছি, এই আন্দোলন সংগ্রাম, রক্তপাত বিএনপির জন্য নয়। এই সংগ্রাম জাতির জন্য। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়