শিরোনাম
◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও)

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৩ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী প্রচারণায় যোগ দেওয়ার কথা ছিল ওসমান হাদির: ব্যারিস্টার ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (আসাদুজ্জামান ভূঁইয়া) বলেছেন, শহীদ ওসমান হাদি আমার নির্বাচনী এলাকায় আসার কথা ছিল। তিনি নিজেই নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দুঃখজনকভাবে তার আগেই সন্ত্রাসীদের গুলিতে তিনি শহীদ হন।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৮ টার দিকে জেলার বাবুগঞ্জ উপজেলার ঘটকেরচর এলাকায় আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, শহীদ ওসমান হাদির রেখে যাওয়া দায়িত্ব আজ আমাদের কাঁধে। সেই দায়িত্ব রক্ত দিয়ে নয়, বরং শরীরের ঘাম, শ্রম আর দিন-রাত পরিশ্রমের মাধ্যমে পালন করতে হবে। তাহলেই আমরা আল্লাহর কাছে শহীদ ওসমান হাদির রেখে যাওয়া আমানতের যথাযথ প্রতিদান পাব।

এর আগে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গ্রামগঞ্জে এখনো অনেক মানুষ ঈগল পাখি প্রতীকটি চেনে না। তাই সবাইকে মোবাইল ফোনের মাধ্যমে ঈগল প্রতীকের ছবি দেখিয়ে ভোটারদের সচেতন করতে হবে।

সভায় স্থানীয় মুরুব্বি মোবারক হোসেনের সভাপতিত্বে এবং বরিশাল জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি খলিলুর রহমান মিজানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম।

তিনি বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত। দেশের বৃহত্তর জাতীয় স্বার্থে বরিশাল-৩ আসনে দলীয় প্রার্থীকে মনোনয়ন দাখিল করতে বারণ করা হয়েছে। এই আসনে জোটের প্রার্থী হিসেবে ঈগল প্রতীকের ব্যারিস্টার ফুয়াদকে সমর্থন দেওয়া হয়েছে। আমরা সবাই আগের চেয়ে দ্বিগুণ উদ্যমে ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে নির্বাচনী মাঠে নামব।

এসময় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো. শাহাদাত হোসেন এবং বাবুগঞ্জ উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. সৌরভ সরদার।

কর্মীসভায় উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার জি এম রাব্বি, যুগ্ম আহ্বায়ক মেরিন ইঞ্জিনিয়ার সুজন তালুকদার, যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর আহমেদসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়