শিরোনাম
◈ ডরি ফিসের নামে কী খাচ্ছেন? বাজারে 'ডরি ফিস' খুঁজতে গিয়ে সামনে এলো ভয়ংকর তথ্য!(ভিডিও) ◈ বাংলা‌দেশ জিত‌লো তামিমের সেঞ্চুরিতে, সি‌রিজ শেষ হ‌লো সমতায়  ◈ তোপের মুখে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিল পুলিশ (ভিডিও) ◈ ‘ফজু পাগলা’ উপাধি যারা দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই: ফজলুর রহমান ◈ সরকার থেকে পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ ◈ ২০২৬ সালের জুনের মধ্যে বাতিল হবে ৬ ধরনের দলিল: আসছে সম্পূর্ণ ডিজিটাল ভূমি ব্যবস্থা ◈ আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক: সিইসি নাসির উদ্দিন ◈ 'র' এর মাধ্যমে শিখ নেতাদের হত্যাকাণ্ডে জড়িত অমিত শাহ, চাঞ্চল্যকর তথ্যচিত্র প্রকাশ! (ভিডিও) ◈ জেট ফুয়েলের দাম আরও বাড়ল, বিমান ভাড়া কি বাড়বে? ◈ আ.লীগের বড় পরিকল্পনা ফাঁস, গ্রেপ্তার ২৫

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৬:২৮ বিকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৫, ০৮:১৯ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

কোনো দলীয় স্বার্থ নয়, নির্বাচনই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব: তারেক রহমান

মনিরুল ইসলাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন আয়োজন, কোনো দলীয় স্বার্থ বাস্তবায়ন নয়।”

শনিবার বিকেলে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই এই সরকারের প্রধান কর্তব্য। বিএনপি কোনো ধরনের চাপ প্রয়োগে বিশ্বাসী নয়; বরং ‘ডিসেন্ট ওয়ে’ বা ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গিই আমাদের রাজনৈতিক সংস্কৃতি।”

ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট’-এর এই সম্মেলনে উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। ভার্চুয়ালি সংযুক্ত হলে উপস্থিতরা উলুধ্বনি ও করতালিতে তারেক রহমানকে স্বাগত জানান।

তিনি বলেন, “দেশে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গী ছিল, তাদের কেউ কেউ আজ এমন ভূমিকা রাখছে যা দেশকে আবারও অস্থিতিশীল করতে পারে। এতে পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারসহ সকল গণতান্ত্রিক শক্তির উচিত এই গুপ্তচক্রান্ত সম্পর্কে সতর্ক থাকা।”

তারেক রহমান আরও বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। বিএনপি সরকার গঠন করতে পারলে ৫০ লাখ নারীপ্রধান পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ এবং ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের ‘ফার্মাস কার্ড’ দেওয়া হবে। একইসঙ্গে যুব সমাজের কর্মসংস্থানে কারিগরি ও ভাষা প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।”

তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, “নিজেদের সংখ্যালঘু ভাববেন না। বাংলাদেশে সবার অধিকার সমান—ধর্ম, বর্ণ বা মতাদর্শে কোনো বিভেদ নেই। বিএনপি সর্বদা দেশের ও জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দেয়।”

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বাংলাদেশকে এমন রাষ্ট্রে রূপ দিতে চাই যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান মর্যাদা থাকবে। একাত্তরের মতো আবারও সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই বাংলাদেশ গড়তে হবে।”

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “বিএনপি মুসলমানদের দল নয়, এটি সকল ধর্মের সমঅধিকারভিত্তিক দল। সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

মতুয়া মিশনের সভাপতি সূবর্ণা রানী ঠাকুর বলেন, “গোপালগঞ্জের মানুষ হয়েও আমরা আজ পর্যন্ত শেখ হাসিনার দেখা পাইনি। আজ আমাদের আশার প্রতীক তারেক রহমান।”

মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সদস্য সচিব কপিল কৃষ্ণ মণ্ডল বলেন, “হিন্দু সম্প্রদায় কারও ব্যক্তিগত ভোটব্যাংক নয়। আমরা চাই বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বে সম্প্রীতির বাংলাদেশ।”

সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিজন কান্তি সরকার, গোবিন্দ চন্দ্র প্রামাণিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়